Narration Change of Interrogative Sentence || প্রশ্ন সূচক বাক্যের উক্তি পরিবর্তন || Rules, Examples.

Narration Change of Interrogative Sentence || প্রশ্নবোধক বাক্যের উক্তি পরিবর্তন || Rules, Examples.

Narration Change of Interrogative Sentence. Very Important for the development of English grammar. Enrich your knowledge in English grammar. Get the minute details off the rules of transforming sentences from direct speech into indirect speech.

Interrogative sentence narration change

ইংরেজি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো উক্তি পরিবর্তন। আমরা সমস্ত ধরনের বাক্যের Narration Change বা উক্তি পরিবর্তন বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই পেজে আলোচনা করলাম প্রশ্নবোধক বাক্য বা Interrogative Sentence -এর Narration Change বা উক্তি পরিবর্তন করার নিয়ম, তার সঙ্গে একাধিক উদাহরণ। এই নিয়মগুলি খুব ভালো করে তৈরি করলে যেকোনো ধরনের পরীক্ষায়় Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্যের Narration Change করতে কোথাও কোন অসুবিধা হবে না। আশাকরি ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে।

প্রথমেই আমাদের জানতে হবে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য কাকে বলে।

যে Sentence (সেন্টেন্স) বা বাক্যের মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় অর্থাৎ প্রশ্ন করা হয় তাকেই Interrogative Sentence (ইন্টারগেটিভ সেন্টেন্স) বা প্রশ্নবোধক বাক্য বলা হয়।

যেমন: What do you want? (তুমি কি চাও?)

ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য দুই ধরনের হয়। যথা – 1. Yes/No Question 2. WH Question.

1. Yes/No Question : যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হয় সেই সব প্রশ্নকে Yes/No Question বলে।

যেমন: তুমি কি স্কুলে যাও? Do you go to school?

এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না (Yes/No) হয়। তাই এই প্রশ্নটি হল Yes/No Question.

WH Question : যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হয় না, অর্থাৎ যে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তথ্য দিতে হয় সেই সমস্ত প্রশ্ন বোধক বাক্য হলো WH Question.

যেমন: তোমার নাম কি? (What is your name?)

এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিলে হয় না, এখানে তথ্য দিতে হবে অর্থাৎ তোমার নাম দিতে হবে। তাই এই প্রশ্ন টি হল WH Question.

Yes/No Question এর narration change এর নিয়ম:

1. Direct Speech (ডাইরেক্ট স্পীচ) এর Reporting Verb (রিপোর্টিং ভার্ব) এর পরিবর্তে Tense অনুযায়ী ask or want to know from or enquire off লিখতে হয়।

2. Direct Speech এর Reporting Verb (রিপোর্টিং ভার্ব) এর পরে Object থাকলে সেটি লিখতে হয়।

3. Linker বা সংযোজক হিসাবে if বা whether লিখতে হয়।

4. Direct Speech এর Reported Speech এর সাবজেক্ট বা কর্তা বসাতে হয়। এখানে প্রয়োজন অনুযায়ী Pronoun-এর পরিবর্তন করতে হয়।

5. Reporting Verb-এর Tense অনুযায়ী Reported Speech (রিপোর্টেড স্পিচ) – এর Tense (টেন্স) এর পরিবর্তন করে Main Verb বসাতে হয়।

6. তারপর Object (অবজেক্ট) বা Complement (কমপ্লিমেন্ট) বসাতে হয়। অবশ্যই প্রয়োজন অনুযায়ী pronoun-এর পরিবর্তন করতে হয়। সবার শেষে পূর্ণচ্ছেদ ফুলস্টপ (.) দিতে হয়।

এই নিয়মগুলি পরপর অনুসরণ করে narration change করলে প্রত্যেকটি narration change সহজেই করা যাবে।

WH Question এর narration change এর নিয়ম:

1. ডাইরেক্ট স্পীচ এর রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে Tense অনুযায়ী ask or want to know from or enquire off লিখতে হয়।

2. Direct Speech এর Reporting Verb (রিপোর্টিং ভার্ব) এর পরে Object থাকলে সেটি লিখতে হয়।

3. Linker বা সংযোজক হিসাবে Direct Speech – এ Reported Speech এর প্রথমেই যে WH Word টি থাকে সেটি লিখতে হয়।

4. Direct Speech এর Reported Speech এর সাবজেক্ট বা কর্তা বসাতে হয়। এখানে প্রয়োজন অনুযায়ী Pronoun-এর পরিবর্তন করতে হয়।

5. Reporting Verb-এর Tense অনুযায়ী Reported Speech (রিপোর্টেড স্পিচ) – এর Tense (টেন্স) এর পরিবর্তন করে Main Verb বসাতে হয়।

6. তারপর Object (অবজেক্ট) বা Complement (কমপ্লিমেন্ট) বসাতে হয়। অবশ্যই প্রয়োজন অনুযায়ী pronoun-এর পরিবর্তন করতে হয়। সবার শেষে পূর্ণচ্ছেদ ফুলস্টপ (.) দিতে হয়।

এই নিয়মগুলি পরপর অনুসরণ করে narration change করলে প্রত্যেকটি narration change সহজেই করা যাবে।

Parts of Speech || বাক্যাংশ বা বাক্যের বিভিন্ন অংশ

Narration Change of Optative Sentence – Click Here.

নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com আর পেয়ে যান মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যান্য ক্লাসের ইংরেজি বিষয়ের প্রতিটি টেক্সট – এর বিস্তারিত আলোচনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিষয়ভিত্তিক সাজেশন, ইংরেজি গ্রামার, রাইটিং এবং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *