Model Questions for RRB NTPC Exam, General Science.

Model Questions for RRB NTPC Exam.

সামনেই আসছে রেলের সবচেয়ে বড় পরীক্ষা NTPC (Non Technical Popular Categories) বা নন্ টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ্। রেলের বিভিন্ন পদের চাকরি সব চাকরিপ্রার্থীরই ভীষণ পছন্দের। এই NTPC পরীক্ষার মধ্যে থাকে ক্লার্ক কাম টাইপিস্ট (জুনিয়র, সিনিয়র, অ্যাকাউন্ট্যান্ট), টিকিট কালেক্টর, কমার্শিয়াল কাম্ টিকিট কালেক্টর, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, ট্রেন ক্লার্ক, টাইম কিপার, স্টেশন মাস্টার, জুনিয়র অ্যাকাউন্টস্ ক্লার্ক ও অন্যান্য পদের জন্য পরীক্ষা। রেলের পরীক্ষারপ্রস্তুতির জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এখনই তৈরী করে নাও এই Model Questions for RRB NTPC EXAM, আর পৌঁছে যাও নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে।

RRB NTPC Exam Pattern
(First Stage CBT)

Exam DurationGeneral AwarenessMathematicsGeneral Intelligence & ReasoningTotal Marks
90 Minutes40 Marks30 Marks30 Marks100 Marks

(Second Stage CBT)

Exam DurationGeneral AwarenessMathematicsGeneral Intelligence & ReasoningTotal Marks
90 Minutes50 Marks35 Marks35 Marks120 Marks

পদার্থবিদ্যা:

1. গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব 0 –
a) হবেই
b) হতে পারে
c) হতে পারে না
d) কোনোটিই নয়।

উত্তর: c) হতে পারে না।

2. ক্যাথোড রশ্মি হল –
a) তরঙ্গ
b) তেজস্ক্রিয় রশ্মি
c) কণিকার স্রোত
d) কোনোটিই নয়

উত্তর:c) কণিকার স্রোত।

3. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে –
a) সব আলো প্রতিফলিত হয়
b) আংশিক প্রতিফলিত হয়
c) সব আলো শোষিত হয়
d) এদের কোনোটিই নয়।

উত্তর: a) সব আলো প্রতিফলিত হয়।

4. বস্তুর ভর বাড়লে –
a) বাড়বে
b) কমবে
c) একই থাকবে
d) এদের মধ্যে কোনোটিই নয়।

উত্তর: a) বাড়বে।

5. cps কিসের একক? –
a) তীব্রতা
b) বেগ
c) কম্পাঙ্ক
d) কোনোটিই নয়।

উত্তর: c) কম্পাঙ্ক।

6. SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ –
a) 1 J Kg-1K-1
b) 4.2 J Kg-1K-1
c) 4200 J Kg-1K-1
d) কোনোটিই নয়।

উত্তর: c) 4200 J Kg-1K-1

7. গতিশক্তি ঋণাত্মক –
a) হতে পারে না
b) হতে পারে
c) হবেই
d) কোনোটিই নয়।
উত্তর: a) হতে পারে না।

8. স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন বাড়লে ঘনত্ব –
a) বাড়ে
b) কমে
c) একই থাকে
d) কোনোটিই নয়।

উত্তর: b) কমে।

9. দ্রুতি হলো একটি –
a) স্কেলার রাশি
b) মকর রাশি
c) ভেক্টর রাশি
d) কোনোটিই নয়।

উত্তর: a) স্কেলার রাশি।

10. একক সময়ে বস্তুর সরণকে বলা হয় –
a) ত্বরণ
b) মন্দন
c) দ্রুতি
d) বেগ।

উত্তর: d) বেগ।

11. তামার আপেক্ষিক তাপ হলো –
a) 0.03
b) 1
c) 0.09
d) এদের কোনোটিই নয়।

উত্তর: c) 0.09

12. তড়িৎচুম্বক –
a) অস্থায়ী
b) স্থায়ী বা অস্থায়ী
c) স্থায়ী
d) কোনোটিই নয়।

উত্তর: a) অস্থায়ী।

13. বোর্ড অফ ট্রেড ইউনিট –
a) শক্তির একক
b) আধানের একক
c) ক্ষমতার একক
d) কোনোটিই নয়।

উত্তর: a) শক্তির একক।

জীবন বিজ্ঞান

14. একজন সুস্থ, স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষের দেহে মোট রক্তের পরিমাণ –
a) 4 লিটার
b) 5 লিটার
c) 8 লিটার
d) 10 লিটার

উত্তর: b) 5 লিটার।

15.সর্বজনীন দাতা কোন্ গ্রুপের রক্তকে বলা হয়? –
a) A
b) B
c) O
d) AB

উত্তর: c) O

16. কোন্ ভিটামিন অল্পে বিনষ্ট হয়ে যায়? –
a) C
b) D
c) A
d) K

উত্তর: a) C

17. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা হলো –
a) 3 লিটার
b) 4 লিটার
c) 5 লিটার
d) 6 লিটার।

উত্তর: d) 6 লিটার।

18. মানবদেহে সমস্ত কার্য যে তন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে বলে –
a) রেচনতন্ত্র
b) সংবহনতন্ত্র
c) কঙ্কালতন্ত্র
d) স্নায়ুতন্ত্র

উত্তর: d) স্নায়ুতন্ত্র।

19. রাইনিয়া কোন বিভাগ দুটির অন্তর্বর্তী উদ্ভিদ? –
a) টেরিডোফাইটা ও জিম্নস্পার্ম
b) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী
c) ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা
d) জিম্নস্পার্ম ও অ্যানজিওস্পার্ম।

উত্তর: c) ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা।

20. বহিঃনিষেককারী একটি প্রাণীর নাম হল –
a) ব্যাঙ
b) টিকটিকি
c) মানুষ
d) পায়রা

উত্তর: c) ব্যাঙ।

Visit our website onlineexamgroup.com and get more

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *