Mild the Mist upon the Hill Bengali Analysis. A beautiful poem by Emily Jane Bronte. Very important for class IX (9th level) students of West Bengal, WBBSE. WBBSE Class IX English Poem. An autobiographical poem by Emily Jane Bronte. Bengali Analysis of Lesson 6, Class IX, WBBSE, West Bengal.

Stanza: 1
Mild the mist upon the hill,
Telling not of storms tomorrow;
No; the day has wept its fill,
Spent ts store of silent sorrow.
স্তবক এর বাংলা মানে:
মৃদু বা হালকা কুয়াশা রয়েছে পাহাড়ের উপর
বলছে না আগামী দিনের ঝড়ের কথা;
না; দিনটি সারাদিন অঝোরে কেঁদেছে,
তার নীরব দুঃখের সঞ্চয় কাটিয়েছে।
Stanza: 2
Oh, I’m gone back to the days of youth,
I am a child once more;
And ‘neath my father’s sheltering roof,
And near the old hall door.
স্তবক এর বাংলা মানে:
আমার ইচ্ছা হচ্ছে আমি যৌবনের দিনগুলোতে ফিরে গেছি,
আমি আরো একবার শিশু হয়ে যাই;
এবং আমার বাবার আশ্রয়দানকারী ছাদের নিচে,
এবং পুরানো হলের দরজার কাছে।
Stanza: 3
I watch this cloudy evening fall,
After a day of rain;
Blue mists, sweet mists of summer pall
The horizon’s mountain – chain.
স্তবক এর বাংলা মানে:
আমি দেখি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যা নামতে,
এক দিনের বৃষ্টির পর;
নীল রঙর কুয়াশা, গ্রীষ্মের মধুর কুয়াশায় ঢেকে রাখে
দিগন্তের পর্বতমালা।
Stanza: 4
The damp stands in the long, green grass
As thick as morning’s tears;
And dreamy scents of fragrance pass
That breathe of other years.
স্তবক এর বাংলা মানে:
স্যাঁতস্যাঁতে কুয়াশা পড়ে আছে লম্বা, সবুজ ঘাসে
সকালের চোখের জলের মতো ঘন;
এবং স্বপ্নালু সুগন্ধ বয়ে যায়
যা অন্যান্য বছরের কথা মনে করিয়ে দেয়।
Visit our website onlineexamgroup.com to get Bengali analysis of all English Text of Class IX, Bengali Meaning, Answers to all Activity Tasks, Grammar, Writings etc. Get all subject Suggestions for Madhyamik and Higher Secondary Examinations.