Madhyamik Physical Science MCQ
এই পেজে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের বেশ কিছু ভীষণ গুরুত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়েছে। প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল করতে চাও, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলি তৈরি করবে। শুধু ভূগোল বিষয়ের নয়, তোমাদের অন্যান্য সমস্ত বিষয়ের উপর MCQ টাইপের প্রশ্ন উত্তর সহ আমরা আপলোড করেছি। তাই সব বিষয়ে ভালো ফল করতে চাইলে সমস্ত বিষয়ের MCQ টাইপের প্রশ্ন গুলো ভালো করে তৈরি করে নিও। আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ শিক্ষাসংক্রান্ত। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের ইংরেজি বিষয়ের প্রতি পিস আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করলে তোমাদের ফাইনাল পরীক্ষায় অতি অবশ্যই আকর্ষণীয় ফলাফল করতে পারবে। অতি সহজেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তোমার স্বপ্ন পূরণ করতে পারবে।
1. ক্ষুদ্রমন্ডল নামে পরিচিত –
a) স্ট্র্যাটোস্ফিয়ার
b) থার্মোস্ফিয়ার
c) মেসোস্ফিয়ার
d) ট্রপোস্ফিয়ার
উত্তর: d) ট্রপোস্ফিয়ার।
2. গ্রীনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (2018) –
a)N2O
b) CH4
c) CO2
d) জলীয় বাষ্প
উত্তর: c) CO2
3. প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?
a) কার্বন ডাই অক্সাইড
b) মিথেন
c) নাইট্রাস
d) CFC
উত্তর: a) কার্বন ডাই অক্সাইড।
4. কোন্ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? (2018) –
a) N2
b) O2
c) CH4
d) He
উত্তর: c) CH4
5. বায়োফুয়েলের মূল উপাদান হল –
a) CH3OH
b) CO2
c) C2H5OH
d) CO2
উত্তর: c) C2H5OH
6. কোন্ গ্যাসটি গ্রীন হাউজ গ্যাস নয়?
a) O2
b) CO2
c) N2O
d) CH4
উত্তর: a) O2
7. STP তে 2.24L অধিকার করে -(C=12, O=16, S=32)
a) 4.4 g CO2
b) 0.64 g SO2
c) 28 g CO
d) 16 g CO2
উত্তর: a) 4.4 g CO2
8. আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে, V বনাম T (কেলভিন) লেখচিত্র হবে –
a) মূলবিন্দুগামী সরলরেখা
b) সমপরাবৃত্তাকার
c) T অক্ষের সমান্তরাল সরলরেখা
d) সরলরেখা, কিন্তু মূলবিন্দুগামী নয়
উত্তর: a) মূলবিন্দুগামী সরলরেখা।
9. বয়েলের সূত্রের ধ্রুবক রাশি গুলি হল –
a) চাপ, আয়তন
b) উষ্ণতা, চাপ
c) চাপ, ভর
d) উষ্ণতা, চাপ
উত্তর: d) ভর, উষ্ণতা।
10. নিচের কোনটি চাপের এসআই একক? –
a) Nm-2
b) N
c) Nm
d) Nm2
উত্তর: a) Nm-2
11. কোন্ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক হয় না?
a)V – T
b) V – 1/p
c) PV – P
d) P – V
উত্তর: d) P – V
12. STP তে 2.24 L O2 – এর ভর কত গ্রাম?
a) 3.2
b) 33
c) 15
d) 1.6
উত্তর: a) 3.2
13. একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32। নিচের কোনটি গ্যাসটির আণবিক ভর? (2017)
a) 8
b) 16
c) 32
d) 64
উত্তর: d) 64
14. 10 g CaCO3 – কে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে?
a) 4.4
b) 5.6
c) 0.44
d) 0.56
উত্তর: a) 4.4
মাধ্যমিক ইতিহাস MCQ – পাওয়ার জন্য এখানে ক্লিক করো।
এই ধরনের আরও প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com
Best MCQ question .
,👍👍💯💯