Madhyamik Life Science SAQ, Class 10, West Bengal. মাধ্যমিক জীবন বিজ্ঞানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।।

মাধ্যমিক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Madhyamik Life Science SAQ. Life Science SAQ for Madhyamik. Short Answer Type Questions for Madhyamik (Class X) Students. Very very Important for your Madhyamik Final Examination. Prepare yourself right now.

এই পেজে জীবন বিজ্ঞান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ‘অতি সংক্ষিপ্ত প্রশ্ন’ উত্তর সহ দেওয়া হলো। এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষায় আকর্ষণীয় রেজাল্ট করতে চাইলে অতি অবশ্যই এই প্রশ্নগুলি তৈরি করবে। অন্যান্য বিষয়ের এই ধরনের SAQ টাইপের প্রশ্ন উত্তরসহ পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com

মাধ্যমিক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান সাজেশন ২০২১ সহ সমস্ত বিষয়ের সাজেশন বা সম্ভাব্য প্রশ্নাবলী পাওয়া যাবে আমাদের এই ওয়েবসাইটে।

মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়টির ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের ইংরেজির প্রত্যেকটি Piece বাংলা মানে সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইংরেজি গ্রামার, রাইটিং, পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে। তাই তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় দারুন ফলাফল করতে চাও, তাহলে আমাদের সঙ্গে থাকো এবং প্রতিদিন ভিজিট করে আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com

নীচে দেওয়া প্রশ্ন ও উত্তরগুলি ভালো করে তৈরী করে নাও।

1. পরাগনালিকা ডিম্বকের দিকে অগ্রসর হওয়াকে কি বলা হয়?

উত্তর: পরাগনালিকা ডিম্বকরন্ধ্র সরে যাওয়া কে বলা হয় কেমোট্রপিজম।

2. উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানীর নাম কি?

উত্তর: উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানীর নাম হলো আচার্য জগদীশচন্দ্র বসু।

3. লজ্জাবতীর কোন্ কোশ চেষ্টীয় স্নায়ু তন্ত্রের মত কাজ করে?

উত্তর: লজ্জাবতীর পালভিলাস কোশ চেষ্টীয় স্নায়ু তন্ত্রের মতো কাজ করে।

4. এদের মধ্যে বিসদৃশ কোন্ শব্দটি? – ফোটোট্রপিক চলন, লজ্জাবতী উদ্ভিদ, সংবেদনশীলতা, স্যার জগদীশচন্দ্র বসু।

উত্তর: এদের মধ্যে বিসদৃশ শব্দটি হলো ফোটোট্রপিক চলন।

5. অঙ্কুরিত বীজের ভ্রুণমূল ও ভ্রুণমুকুলে কি চলন দেখা যায়?

উত্তর: অঙ্কুরিত বীজের ভ্রুণমূল ও ভ্রুণমুকুলে ট্রপিক চলন দেখা যায়।

6. অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি?

উত্তর: অ্যাডেনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম হলো সাইটোকাইনিন।

8. উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়?

উত্তর: উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি।

9. একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম করো।

উত্তর: একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম হলো IAA

10. একটি প্রোটিন বিহীন হরমোনের নাম লেখো।

উত্তর: একটি প্রোটিনবিহীন হরমোনের নাম হলো জিব্বেরেলিন।

ইংরেজি পিস “Father’s Help” থেকে গুরুত্বপূর্ণ True/False – এখনই তৈরী করে নাও।

11. অক্সিন হরমোনের একটি উৎস লেখো।

উত্তর: মূল ও কান্ডের অগ্রস্থ ভাজক কলা, বর্ধনশীল পাতা হলো অক্সিন হরমোনের উৎস।

12. IBA -র পুরো নাম লেখো।

উত্তর: IBA -র পুরো নাম হলো ইনডোল বিউটারিক অ্যাসিড।

13. NAA -র পুরো নাম কি?

উত্তর: NAA -র পুরো নাম হল ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড।

14. IPA -র পুরো নাম কি?

উত্তর: IPA -র এর পুরো নাম হলো ইনডোল প্রপিয়নিক অ্যাসিড।

15. অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন্ হরমোন?

উত্তর: অগ্রস্থ প্রকটতা ঘটায় অক্সিন।

16. কোন্ হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে?

উত্তর: অক্সিন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে।

17. প্রোজেস্টেরন হরমোনের দুটি কাজ উল্লেখ করো।

উত্তর: প্রোজেস্টেরন হরমোনের দুটি কাজ হলো-

a) অমরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করা,

b) ভ্রূণকে জরায়ু গাত্রে রোপণে সাহায্য করা।

18. বৃক্কীয় নালিকার উপর প্রভাব আছে এমন দুটি হরমোনের নাম লেখো।

উত্তর: বৃক্কীয় নালিকা উপর প্রভাব আছে এমন একটি হরমোনের নাম হলো – অ্যান্টি – ডাই ইউরেটিক হরমোন।

19. পরিণত স্ত্রী দেহের ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোন টির নাম লেখো।

উত্তর: পরিণত স্ত্রী দেহের ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোন টির নাম হল প্রোজেস্টেরন।

20. অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর: অ্যাড্রিনালিন ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে।

21. শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোন টির নাম কি?

উত্তর: শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোন টির নাম হল টেস্টোস্টেরন।

22. ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?

উত্তর: ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয় ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে।

23. রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় ক্ষরিত হরমোন টির নাম কি?

উত্তর: রক্তে শর্করা নিয়ন্ত্রণ কারী অগ্নাশয় ক্ষরিত হরমোন টির নাম হল ইনসুলিন ও গ্লুকাগন।

24. ACTH এর সম্পূর্ণ নাম কি?

উত্তর: অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন।

25. মানব দেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম লেখো।

উত্তর: মানব দেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম হল অগ্ন্যাশয়।

26. GTH এর পুরো নাম কি?

উত্তর: GTH- এর পুরো নাম হলো গোনাডোট্রফিক হরমোন।

27. GTH কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর: GTH ক্ষরিত হয় অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে।

28. ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?

উত্তর: অগ্নাশয়ের আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স -এর বিটা কোশ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয় ।

এই ধরনের সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত আপডেট হয়, তাই আরো অনেক নতুন প্রশ্ন ও উত্তর তোমরা পাবে। সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য প্রতিনিয়ত ভিজিট করো আমাদের সাইটটি, আর নিজেকে প্রস্তুত করে নাও মাধ্যমিক পরীক্ষার জন্য। অতি অবশ্যই তুমি ভালো ফলাফল করে তোমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

Madhyamik Life Science Suggestion 2021 – এখানে ক্লিক করো।

আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে তোমার মতামত জানাতে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করো।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *