Hi Guys, we are here with some History MCQ (Multiple Choice Questions) for you. Thsee questions are very important for the Madhyamik Examination (Secondary Education), WBBSE, West Bengal.
Follow and prepare the MCQ (Multiple Choice Question) provided here for scoring a very good result in your Final Madhyamik Examination. Do practice regularly and success will come to you.
Madhyamik History MCQ Practice 2019
মাধ্যমিক ইতিহাস MCQ
প্রিয় ছাত্র ছাত্রী, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে প্রশ্নের শেষে বন্ধনীর মধ্যে। ছাত্র ছাত্রীদের অভ্যাসের পরিধি বিস্তারের জন্য আমরা আরও প্রশ্ন ও উত্তর নিয়ে আসব খুব শীঘ্রই।
১) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম রূপে অভিহিত করেন
ক) বিপিনচন্দ্র পাল খ) বিনায়ক দামোদর সাভারকর গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘ) সুভাষচন্দ্র বসু। (খ)
২) বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতা ছিলেন
ক) মাদারি পাসি খ) মহাত্মা গান্ধী গ) সরদার বল্লভ ভাই প্যাটেল ঘ) এদের মধ্যে কেউ নন। ( গ)
৩) রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন
ক) 1913 খ্রিস্টাব্দে খ) 1912 খ্রিস্টাব্দে গ) 1901 খ্রিস্টাব্দে ঘ) 1921 খ্রিস্টাব্দে। (গ)
৪) রাজ্য পুনর্গঠন আইন পাস হয়
ক) 1950 খ্রিস্টাব্দে খ) 1948 খ্রিস্টাব্দে গ) 1956 খ্রিস্টাব্দে ঘ) 1953 খ্রিস্টাব্দে। (গ)
৫) কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক) এস এন রায় খ) জয়প্রকাশ নারায়ণ গ) মুজাফফর আহমেদ ঘ) জওহরলাল নেহেরু। (খ)
৬) উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন
ক) শ্রীরামপুর কলেজ খ) হিন্দু কলেজ গ) বেথুন কলেজ ঘ) এশিয়াটিক সোসাইটি। (ক)
৭) ‘ইকোফেমিনিজম’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
ক) ফার্নান্দো ব্রথেল খ) হার্বাট গুটম্যান গ) মার্ক ব্লখ ঘ) ফ্রাঁসোয়া দোবান। (ঘ)
৮) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ – পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক) উমেশচন্দ্র দত্ত খ) হরিনাথ মজুমদার গ) কালীপ্রসন্ন সিংহ ঘ) বিপিনচন্দ্র পাল। (খ)
৯) বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন
ক) শরীয়ত উল্লাহ খ) তিতুমীর গ) দুর্জন সিংহ ঘ) সিধু। (খ)
১০) ‘নববিধান’ সংগঠনটি প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক) শিবনাথ শাস্ত্রী খ) কেশব চন্দ্র সেন গ) ডেভিড হেয়ার ঘ) স্বামী বিবেকানন্দ। (খ)
১১) ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার খ) শিশির কুমার ঘোষ গ) উমেশচন্দ্র দত্ত ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ। (গ)
১২) সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়
ক) পথের দাবী উপন্যাসে খ) চোখের বালি উপন্যাসে গ) গোরা উপন্যাসে ঘ) আনন্দমঠ উপন্যাসে। (ঘ)
১৩) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল
ক) 1927 খ্রিস্টাব্দে খ) 1920 খ্রিস্টাব্দে গ) 1919 খ্রিস্টাব্দে ঘ) 1929 খ্রিস্টাব্দে। (খ)
১৪) ‘দ্যা মার্জিনাল মেন’ লিখেছিলেন ক)প্রফুল্লকুমার চক্রবর্তী খ) হিরণময় বন্দোপাধ্যায় গ) রনজিত রায় ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়। (ক)
১৫) স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা হয়েছিল
ক) চট্টগ্রামে খ) বরিশালে গ) ময়মনসিংহে ঘ) ঢাকাতে (খ)
১৬) সরলা দেবী চৌধুরানী ছিলেন
ক) রবীন্দ্রনাথের ছোট বোন খ) রবীন্দ্রনাথের পিসি গ) রবীন্দ্রনাথের বড় দিদি ঘ) রবীন্দ্রনাথের বড়দিদি স্বর্ণকুমারীর কন্যা। (ঘ)
১৭) গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন?
ক) মাতঙ্গিনী হাজরা খ) অনুসূয়া বেন গ) সুচেতা কৃপালনী ঘ) কস্তুরবা গান্ধী। (ক)
১৮) ‘হালি’ প্রথা প্রচলিত ছিল
ক) কলকাতায় খ) দিল্লিতে গ) বোম্বাইতে ঘ) বারদৌলিতে। (ঘ)
১৯) “স্বাধীনতার পূর্বাভাস’ গ্রন্থটির রচয়িতা হলেন
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) খুশবন্ত সিংহ গ) ইউ এন রায় ঘ) অন্নদাশঙ্কর রায়। (ঘ)
২০) ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ক) বোম্বাইতে খ) মাদ্রাজে গ) গোয়ায় ঘ) বাংলায়। (গ)
২১) ‘উদ্বাস্তু’ গ্রন্থের রচয়িতা হলেন
ক) জ্যোতির্ময়ী দেবী খ) মানিক ব্যানার্জি গ) প্রফুল্ল ঘোষ ঘ) হিরণময় ব্যানার্জি। (ঘ)
২২) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন
ক) লর্ড মিন্টো খ) লর্ড ডালহৌসি গ) লর্ড ক্যানিং ঘ) লর্ড এলেনবরা। (গ)
২৩) ‘চট্টগ্রাম অভ্যুত্থান’ গ্রন্থটি রচনা করেছিলেন
ক) গণেশ ঘোষ খ) লীলা রায় গ) কল্পনা দত্ত ঘ) অনন্ত সিং। (গ)
২৪) ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়
ক) মেকলে মিনিটকে খ) উডের ডেসপ্যাচ কে গ) চার্টার আইন কে ঘ) লর্ড বেন্টিঙ্ক এর ঘোষণা কে। (খ)
২৫) বেঙ্গল ভলান্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা ছিলেন
ক) হেমচন্দ্র ঘোষ খ) অরবিন্দ ঘোষ গ) সুশীল সেন ঘ) বারীন্দ্রকুমার ঘোষ। (ক)
২৬) ‘হিন্দু মেলা’ কে প্রবর্তন করেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) নবীনচন্দ্র সেন গ) নবগোপাল মিত্র ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। (গ)
২৭) ভারতের প্রথম চলচ্চিত্র হল
ক) বালিকা বধূ খ) বিল্ব মঙ্গল গ) রাজা হরিশচন্দ্র ঘ) ভুবন সোম। (গ)
২৮) কেরালায় দলিত আন্দোলনে নেতৃত্ব দেন
ক) বিজয় কৃষ্ণ গোস্বামী খ) নারায়ন গুরু গ) জ্যোতিবা ফুলে ঘ) ডক্টর আম্বেদকার। (খ)
২৯) ‘জীবনস্মৃতি’ কে লিখেছিলেন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) সরলা দেবী চৌধুরানী গ) বিপিনচন্দ্র পাল ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর। (ঘ)
৩০) ‘হুল’ কথার অর্থ হলো
ক) বিশৃঙ্খলা খ) বিপ্লব গ) আন্দোলন ঘ) বিদ্রোহ। (ঘ)
To get subject wise Madhyamik and HS Suggestions, MCQ Practice, Short Questions, English Notes visit onlineexamgroup.com