Madhyamik Geography MCQ, WBBSE | মাধ্যমিক ভূগোল বহু বিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর। Multiple Choice Questions With Answers.

Madhyamik Geography MCQ

এই পেজে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের বেশ কিছু ভীষণ গুরুত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়েছে। প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল করতে চাও, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলি তৈরি করবে। শুধু ভূগোল বিষয়ের নয়, তোমাদের অন্যান্য সমস্ত বিষয়ের উপর MCQ টাইপের প্রশ্ন উত্তর সহ আমরা আপলোড করেছি। তাই সব বিষয়ে ভালো ফল করতে চাইলে সমস্ত বিষয়ের MCQ টাইপের প্রশ্ন গুলো ভালো করে তৈরি করে নিও। আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ শিক্ষাসংক্রান্ত। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের ইংরেজি বিষয়ের প্রতি পিস আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করলে তোমাদের ফাইনাল পরীক্ষায় অতি অবশ্যই আকর্ষণীয় ফলাফল করতে পারবে। অতি সহজেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তোমার স্বপ্ন পূরণ করতে পারবে।

নীচে দেওয়া MCQ গুলি খুব ভালো করে তৈরি করে নাও। এই প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ:

1. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্টি গভীর ফাটল গুলি কে বলা হয় –

a) ক্রেভাস

b) অ্যারেট

c) নুনাটক্

d) সার্ক

উত্তর: a) ক্রেভাস।

2. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে – (2017)

a) বহির্জাত প্রক্রিয়া

b) অন্তর্জাত প্রক্রিয়া

c) গিরিজনি আলোড়ন

d) মহিভাবক আলোড়ন

উত্তর: a) বহির্জাত প্রক্রিয়া।

3. ‘মেসা’ শব্দের অর্থ হলো –

a) টেবিল

b) সিফ

c) ঢিবি

d) পাহাড়

উত্তর: a) টেবিল।

4. শুষ্ক অঞ্চলে সৃষ্ট গিরিখাত কে বলা হয় – (2018)

a) মন্থকূপ

b) ধান্দ

c) ক্যানিয়ন

d) ‘V’ আকৃতির উপত্যকা

উত্তর: গ) ক্যানিয়ন।

5. লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো – (2017)

a) অবঘর্ষ ক্ষয়

b) ঘর্ষণ ক্ষয়

c) জলপ্রবাহ ক্ষয়

d) দ্রবণ ক্ষয়

উত্তর: b) দ্রবণ ক্ষয়।

6. নদীর মুখ প্রশস্ত হলে তাকে বলে –

a) অববাহিকা

b) খাঁড়ি

c) মোহনা

d) দোয়াব

উত্তর: b) খাঁড়ি।

7. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে – (2019)

a) আরোহন প্রক্রিয়া

b) অবরোহন প্রক্রিয়া

c) অববাহিকার প্রক্রিয়া

d) নগ্নীভবন প্রক্রিয়া

উত্তর: a) আরোহন প্রক্রিয়া।

8. মরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলে –

a) কেটল হ্রদ

b) ওয়াদি

c) প্লায়া

d) করি হ্রদ

উত্তর: c) প্লায়া।

9. পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ যে নদীর মোহনায় গঠিত হয়েছে সেটি হল – (2018)

a) নীলনদ

b) হোয়াংহো

c) সিন্ধু নদ

d) মিসিসিপি-মিসৌরি

উত্তর: d) মিসিসিপি মিসৌরি।

10. বিশ্ব উষ্ণায়ন যে মরুভূমিকে গ্রাস করেছে তার নাম হলো –

a) সাহারা

b) আটাকামা

c) থর

d) কালাহারি

উত্তর: a) সাহারা।

11. ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় –

a) পার্বত্য হিমবাহ

b) মহাদেশীয় হিমবাহ

c) উপকূলীয় হিমবাহ

d) পর্বতের পাদদেশীয় হিমবাহের

ক্ষয় কার্যের দ্বারা।

উত্তর: a) পার্বত্য হিমবাহ।

12. নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় –

a) অবরোহন প্রক্রিয়ায়

b) আরোহন প্রক্রিয়ায়

c) অবঘর্ষ প্রক্রিয়ায়

d) নগ্নীভবন প্রক্রিয়ায়

উত্তর: b) আরোহন প্রক্রিয়ায়।

13. একটি আরোহন প্রক্রিয়ার উদাহরণ হল –

a) প্লাবনভূমি

b) কর্দম প্রবাহ

c) হিমানী সম্প্রপাত

d)পুঞ্জিত ক্ষয়

উত্তর: a) প্লাবনভূমি।

14. ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হল –

a) কেওক্রাডং

b) তিরিচমির

c) নীলকন্ঠ শৃঙ্গ

d) পেড্রোতালাগালা

উত্তর: c) নীলকন্ঠ শৃঙ্গ।

15. ভারতের নবীনতম রাজ্যটির নাম হল – (2017)

a) উত্তরাখণ্ড

b) তেলেঙ্গানা

c) ঝাড়খন্ড

d) গোয়া

উত্তর: b) তেলেঙ্গানা।

16. ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল – (2017)

a) মহারাষ্ট্র

b) উত্তর প্রদেশ

c) বিহার

d) পশ্চিমবঙ্গ

উত্তর: b) মহারাষ্ট্র।

17. ভারতের সিলিকন ভ্যালি হল – (2017)

a) বেঙ্গালুরু

b) চেন্নাই

c) হায়দ্রাবাদ

d) কলকাতা

উত্তর: a) বেঙ্গালুরু।

18. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল – (2017)

a) 1 নম্বর জাতীয় সড়ক

b) 2 নম্বর জাতীয় সড়ক

c) 6 নম্বর জাতীয় সড়ক

d) 7 নম্বর জাতীয় সড়ক

উত্তর: d) 7 নম্বর জাতীয় সড়ক।

19. ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল – (2017)

a) জলসেচ

b) ঝুমচাষ

c) পশুচারণ

d) ফালি চাষ

উত্তর: d) ফালি চাষ।

20. উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল –

a) কালবৈশাখী

b) লু

c) আঁধি

d) পশ্চিমী ঝঞ্জা

উত্তর: c) আঁধি।

21. ভারত ও চীনের সীমারেখা কে বলে –

a) ম্যাকমোহন লাইন

b) লাইন অফ কন্ট্রোল

c) ডুরান্ড লাইন

d) প্লে অফ লাইন

উত্তর: a) ম্যাকমোহন লাইন।

22. নিম্নলিখিত যে রাজ্যটিকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় সেটি হল – (2018)

a) মধ্য প্রদেশ

b) অন্ধ্র প্রদেশ

c) বিহার

d) উত্তর প্রদেশ

উত্তর: b) অন্ধ্রপ্রদেশ।

23. শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে – (2018)

a) খাদার

b) ভাঙ্গর

c) ভাবর

d) বেট

উত্তর: d) বেট।

24. ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত যে অঞ্চলটিতে সেটি হল – (2018)

a) গাঙ্গেয় সমভূমি

b) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে

c) সুন্দরবন

d) মরু অঞ্চল

উত্তর: b) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে।

25. ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হল –

a) এভারেস্ট

b) গডউইন অস্টিন

c) সান্দাকফু

d) কাঞ্চনজঙ্ঘা

উত্তর: b) গডউইন অস্টিন।

26. গম হলো একটি – (2018)

a) রবি শস্য

b) খরিফ শস্য

c) জায়িদ শস্য

d) পানীয় ফসল

উত্তর: a) রবি শস্য।

27. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হল – (2019)

a) 55 টি

b) 53 টি

c) 51 টি

d) 49 টি

উত্তর: b) 53 টি।

28. উত্তরের শ্রীনগর থেকে দক্ষিনে কন্যাকুমারিকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে – (2018)

a) পূর্ব পশ্চিম করিডোর

b) সোনালী চতুর্ভুজ

c) উত্তর দক্ষিণ করিডোর

d) উত্তর-মধ্য করিডোর

উত্তর: d) উত্তর দক্ষিণ করিডোর।

29. ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল – (2018)

a) প্যাংগং হ্রদ

b) লোকটাক হ্রদ

c) ডাল হ্রদ

d) বৈকাল হ্রদ

উত্তর: a) প্যাংগং হ্রদ।

30. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল – (2019)

a) ভাষা

b) ভূ-প্রকৃতিগত সাদৃশ্য

c) খাদ্যের সাদৃশ্য

d) অর্থনৈতিক কাজের সাদৃশ্য

উত্তর: a) ভাষা।

31. গঙ্গা নদীর উৎস হল – (2019)

a) যমুনোত্রী হিমবাহ

b) জেমু হিমবাহ

c) সিয়াচেন হিমবাহ

d) গঙ্গোত্রী হিমবাহ

উত্তর: d) গঙ্গোত্রী হিমবাহ।

32. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল – (2019)

a) ভাকরা-নাঙ্গাল

b) দামোদর

c) রিহান্দ

d) হিরাকুঁদ

উত্তর: a) ভাকরা-নাঙ্গাল।

33. ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল – (2019)

a) পশ্চিমবঙ্গ

b) উত্তর প্রদেশ

c) পাঞ্জাব

d) অন্ধ্রপ্রদেশ

উত্তর: c) পাঞ্জাব।

34. লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল – (2019)

a) আকরিক লোহা

b) কয়লা

c) ম্যাঙ্গানিজ

d) সবগুলি ঠিক

উত্তর: d) সবগুলি ঠিক।

35. যে নদীর ওপর হিরাকুঁদ বাঁধ গড়ে উঠেছে তার নাম হল –

a) মহানদী

b) কৃষ্ণা

c) গোদাবরী

d) শতদ্রু

উত্তর: a) মহানদী।

মাধ্যমিক ইতিহাস MCQ – পাওয়ার জন্য এখানে ক্লিক করো।

এই ধরনের আরও প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *