Madhyamik Bengali MCQ, WBBSE | মাধ্যমিক বাংলা বহু বিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর। Multiple Choice Questions With Answers.

Madhyamik Bengali MCQ

এই পেজে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের বেশ কিছু ভীষণ গুরুত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়েছে। প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল করতে চাও, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলি তৈরি করবে। শুধু বাংলা বিষয়ের নয়, তোমাদের অন্যান্য সমস্ত বিষয়ের উপর MCQ টাইপের প্রশ্ন উত্তর সহ আমরা আপলোড করেছি। তাই সব বিষয়ে ভালো ফল করতে চাইলে সমস্ত বিষয়ের MCQ টাইপের প্রশ্ন গুলো ভালো করে তৈরি করে নিও। আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ শিক্ষাসংক্রান্ত। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের ইংরেজি বিষয়ের প্রতি পিস আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করলে তোমাদের ফাইনাল পরীক্ষায় অতি অবশ্যই আকর্ষণীয় ফলাফল করতে পারবে। অতি সহজেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তোমার স্বপ্ন পূরণ করতে পারবে।

জ্ঞানচক্ষু:

1. তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদক কে চিনতেন? – (2018)

a) শুকতারা

b) আনন্দমেলা

c) সন্ধ্যাতারা

d) দেশ

উত্তর: c) সন্ধ্যাতারা

2. তপনের মেসোমশাই কোনা পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? – (2019)

a) শুকতারা

b) ধ্রুবতারা

c) সন্ধ্যাতারা

d) নক্ষত্র

উত্তর: c) সন্ধ্যাতারা।

3. ‘জ্ঞানচক্ষু’ গল্পের রচয়িতা হলেন –

a) আশাপূর্ণা দেবী

b) লীলা মজুমদার

c) কাদম্বরী দেবী

d) মহাশ্বেতা দেবী

উত্তর: a) আশাপূর্ণা দেবী।

4. তপনের লেখা গল্পটির নাম ছিল –

a) সেই দিন

b) প্রথম দিন

c) ছুটির দিন

d) শেষ দিন

উত্তর: b) প্রথম দিন।

5. ” কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি!” – বক্তা কে? –

a) তপনের মা

b) তপনের মেজোকাকু

c) তপনের মেসোমশাই

d)তপনের ছোট মাসি

উত্তর: a) তপনের মা।

6. যে সংকলন থেকে ‘জ্ঞানচক্ষু’ গল্পটি নেওয়া হয়েছে তা হল –

a) বকুলকথা

b) কুসুমের মাস

c) সুবর্ণলতা

d) কুমকুম

উত্তর: d) কুমকুম।

7. তপন গল্পটি লিখেছিল –

a) সকালবেলা

b) দুপুরবেলা

c) রাত্রিতে

d) বিকেলবেলা

উত্তর: b) দুপুরবেলা

বহুরূপী:

8. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল – (2017)

a) আট টাকা দশ আনা

b) দশ টাকা আট আনা

c) পাঁচ টাকা দশ আনা

d) সাত টাকা দশ আনা

উত্তর: a) আট টাকা দশ আনা।

9. সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান – (2018)

a) পাঁচদিন

b) দুদিন

c) একদিন

d) তিনদিন

উত্তর: c) একদিন।

10. যাঁর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম হল –

a) অনাদি বাবু

b) ভবতোষ বাবু

c) দয়াল বাবু

d) জগদীশ বাবু

উত্তর: d) জগদীশবাবু।

11. ‘বহুরূপী’ গল্পটি রচনা করেছেন –

a) সুবোধ ঘোষ

b) শ্রীপান্থ

c) পান্নালাল প্যাটেল

d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: a) সুবোধ ঘোষ।

12. বিরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হল –

a) গীতা

b) চৈতন্যচরিতামৃত

c) উপনিষদ

d) ঋগ্বেদ

উত্তর: a) গীতা।

13. জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল –

a) 20 লক্ষ টাকা

b) 11 লক্ষ টাকা

c) 25 লক্ষ টাকা

d) 7 লক্ষ টাকা

উত্তর: b) 11 লক্ষ টাকা।

পথের দাবী:

14. জগদীশবাবু পেশায় ছিলেন – (2019)

a) পুলিশ

b) ডাক্তার

c) উকিল

d) অয়েল কোম্পানির মিস্ত্রি

উত্তর: a) পুলিশ।

15. “দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।” বক্তা হলেন – (2018)

a) জগদীশবাবু

b) নিমাইবাবু

c) অপূর্ব

d) রামদাস তলোয়ারকর

উত্তর: a) জগদীশবাবু।

16. গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? – (2017)

a) পুলিশ স্টেশনে

b) জাহাজঘাটে

c) রেলস্টেশনে

d) বিমানবন্দরে

উত্তর: a) পুলিশ স্টেশনে।

17. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন –

a) উকিল

b) ডাক্তার

c) পুলিশ

d) শিক্ষক

উত্তর: b) ডাক্তার।

18. “কাকাবাবু এলকটিক আপনি কোন কথা জিজ্ঞেস না করে দিন।” – এখানে কাকাবাবু হলেন –

a) নিমাইবাবু

b) জগদীশবাবু

c) গিরিশ মহাপাত্র

d) রামদাস তলোয়ারকর

উত্তর: a) নিমাইবাবু।

অসুখী একজন:

19. “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল” – কি ছড়িয়ে রইল? – (2019)

a) গোলাপি গাছ

b) পায়ের দাগ

c) প্রাচীন জলতরঙ্গ

d) কাঠ কয়লা

উত্তর: d) কাঠ কয়লা।

20. কবির পায়ের দাগ ধুয়ে দিল –

a) দিঘির জল

b) বৃষ্টিতে

c) পুকুরের জল

d) নদীর জল

উত্তর: b) বৃষ্টিতে।

21. ” অসুখী একজন” কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত সে হল –

a) কবিতার কথক

b) ডাক পিয়ন

c) যুদ্ধ

d) গির্জার এক নান

উত্তর: a) কবিতার কথক।

22. “অসুখী একজন” কবিতাটি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে তা হল –

a) The Captain’s Verse

b) Still Another Day

c) The Yellow Heart

d) Estravgario

উত্তর: d) Estravagario

23. “বছরগুলো নেমে এলো তার মাথার ওপর।” – কিসের মতো? –

a) রক্তের মতো

b) পাথরের মতো

c) কাটার মতো

d) হিমশৈলের মতো

উত্তর: b) পাথরের মতো।

24. ” অসুখী একজন” কবিতায় কে মিস্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিল? –

a) কবিতার কথক

b) মেয়েটি

c) বন্ধুটি

d) ভাইটি

উত্তর: a) কবিতার কথক।

25. “অসুখী একজন” কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে? –

a) একজন ডাক্তারের

b) গির্জার এক নানের

c) একটি কুকুরের

d) একজন সৈনিকের

উত্তর: b) গির্জার এক নানের।

মাধ্যমিক ইতিহাস MCQ – পাওয়ার জন্য এখানে ক্লিক করো।

মাধ্যমিক ভূগোল MCQ

মাধ্যমিক জীবন বিজ্ঞানের MCQ

Madhyamik Physical Science MCQ

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *