Jimmy Valentine : Analysis and Discussion for you. You can prepare your English for your final examination. Get Bengali meaning of each and every word.
Regularly Visit onlineexamgroup.com
“Take him back, Cronin!” said the warden, “and fix him up with outgoing clothes. Unlock him at seven in the morning, and let him come to the bull-pen. Better think over my advice, Valentine.”
“Take (নিয়ে যাও) him (তাকে) back (ফিরিয়ে), Cronin (প্রহরীর নাম)!” said (বলল) the warden (কারাধ্যক্ষ),” and fix him up (ওকে প্রস্তুত করে দিও) with outgoing clothes (বেরিয়ে যাওয়ার পোশাকে). Unlock (তালা খুলে দিও) him (তাকে) at seven (সাতটায়) in the morning (সকালে), and (এবং) let him come (তাকে আসতে দিও) to the bull-pen (এখানে bull-penমানে অফিস). Better (তোমার ভালো হবে) think (ভাববে) over my advice (আমার উপদেশ), Valentine (ভ্যালেন্টাইন).”
“ওকে নিয়ে যাও ক্রোনিন” কারাধ্যক্ষ বলল, “এবং জেল থেকে ছাড়া পাওয়ার পোশাক পরিয়ে দাও। সকাল সাত টার সময় ওকে অফিসে নিয়ে এসো। ভ্যালেন্টাইন তোমার ভালো হবে যদি তুমি আমার উপদেশ নিয়ে ভাবো।”
At a quarter past seven on the next morning Jimmy stood in the warden’s outer office. He had on a suit of the villainously fitting, ready-made clothes and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests.
At a quarter past seven (সাতটা পনেরোর সময়) on the next morning (পরের দিন সকালে) Jimmy (জিমি) stood (দাঁড়িয়ে ছিল) in the warden’s (কারাধ্যক্ষের) outer (বাইরের) office (অফিিসে). He (সে) had on (পরেছিল) a (একটি) suit (সুট) of the villainously (ভিলেনের মতো) fitting (খাপ খাওয়া) অর্থাৎ সুট টা পরার পর জিমি কে একজন ভিলেনের মতো দেখতে লাগছিল), ready-made (আগে থেকে তৈরী করা) clothes (পোশাক) and (এবং) a pair (এক জোড়া) of the stiff (শক্ত), squeaky (ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হয় এমন) shoes (জুতো) that (যেগুলো) the state (রাজ্য অর্থাৎ সরকার) furnishes (সাজিয়ে দেয়, এখানে দেয় মানে করতে হবে) to its (তার) discharged (ছাড়া পাওয়া) compulsory (আবশ্যিক) guests (অতিথিদেরকে).
পরের দিন সকাল 7:15 মিনিটে জিমি দাঁড়িয়েছিল কারাধ্যক্ষের বাইরের অফিসে। সে পরেছিল একটি বেমানান রেডিমেড পোশাক এবং শক্ত ও ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয় এমন জুতো যেগুলি রাজ্য তার মুক্তিপ্রাপ্ত বা ছাড়া পাওয়া বাধ্যতামূলক অতিথিদের দেয়।
The clerk handed him a railroad ticket and the five-dollar billwith which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. The warden gave him a cigar, and shook hands. Valentine, 9762, was chronicled on the books, “Pardoned by Governor,” and Mr James Valentine walked out into the sunshine.
The clerk (করণিক) handed (দিল) him (তাকে অর্থাৎ জিমি কে) a (একটি) railroad ticket (ট্রেনে যাওয়ার জন্য টিকিট) and (এবং) the five-dollar (পাঁচ ডলারের) bill (নোট) with which (যেটা দিয়ে) the law (আইন) expected (মনে করত বা প্রত্যাশা করত) him (তাকে অর্থাৎ জিমি কে) to rehabilitate (স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে) himself (নিজেকে) into good (ভালো) citizenship (নাগরিকত্বে) and (এবং) prosperity (সমৃদ্ধিতে). The warden (কারাধ্যক্ষ) gave (দিল) him (তাকে) a (একটি) cigar (চুরুট), and (এবং) shook (ঝাঁকুনি দিলেন) hands (হাত) অর্থাৎ করমর্দন করলেন. Valentine (ভ্যালেন্টাইন), 9762 (এটা জিমির নাম্বার) was chronicled (নথিভুক্ত করা হল) on the books (খাতায়), “Pardoned by Governor (রাজ্যপালের দ্বারা ক্ষমাপ্রাপ্ত),” and (এবং) Mr James Valentine (জিমি ভ্যালেন্টাইন) walked out (হেঁঁটে বেরিয়ে পড়ল) into the sunshine (সূর্যের আলোতে অর্থাৎ রোদে).
করণিক তাকে রেলের একটি টিকিট এবং 5 ডলার দিল যা দিয়ে আইন মনে করে তাকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনতে পারবে। কারাধ্যক্ষ তাকে একটি চুরুট দিলেন এবং করমর্দন করলেন। ভ্যালেন্টাইন, 9762, “গভর্নর এর দ্বারা ক্ষমাপ্রাপ্ত” কথাটি খাতায় নথিভুক্ত করা হলো। শ্রীযুক্ত জেমস ভ্যালেন্টাইন মুক্ত আলোতে বেরিয়ে এলেন।
Disregarding the song of the birds, the waving green trees, and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine-followed by a cigar a grade better than the one the warden had given him. From there he proceeded leisurely to the depot. He tossed a quarter into the hat of a blind man sitting by the door, and boarded his train. Three hours set him down in a little town near the state line. He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar.
Disregarding (অমান্য করে বা তোয়াক্কা না করে) the song (গান) of the birds (পাখিদের), the waving (দোদুল্যমান বা দুলছে এমন) green (সবুজ) trees (গাছগুলো), and the smell (গন্ধ) of the flowers (ফুলের), Jimmy (জিমি) headed (এগিয়ে গেল) straight (সরাসরি) for a restaurant (একটি রস্তোরাঁর দিকে). There (সেখানে) he (সে অর্থাৎ জিমি) tasted (স্বাদ গ্রহণ করল) the first (প্রথম) sweet (মধুর) joys (আনন্দ) of liberty (মুক্তির) in the shape (রূপে বা আকারে) of a broiled (সিদ্ধ বা ঝলসানো) chicken (মুরগির) and (এবং) a (এক) bottle (বোতল) of white (সাদা রঙের) wine (সুরা) -followed (অনুসৃত হল) by (দ্বারা) a (একটি) cigar (চুরুট) a (এক) grade better (গুন ভালো) than (চেয়ে) the one (সেই চুরুটটা যেটা) the warden (কারাধ্যক্ষ) had given (দিয়েছিল) him (তাকে). From (থেকে) there (সেখান) he (সে অর্থাৎ জিমি) proceeded (এগিয়ে চলল) leisurely (অলস ভাবে) to the depot (স্টেশনের দিকে,আসলে depot – মানে বাস স্ট্যান্ড হয়, কিন্তু এখানে ‘স্টেশন’ অর্থে ব্যবহৃত হয়েছে). He (সে অর্থাৎ জিমি) tossed (ঘুরিয়ে ছুঁড়ে দিল) a (একটি) quarter (সিকি) into the hat (টুপিতে) of a blind man (একটি অন্ধ লোকের) sitting (যে বসেছিল) by the door (দরজার পাশে), and (এবং) boarded (উঠলো) his (তার) train (ট্রেনে). Three (তিন) hours (ঘন্টা) set him down (তাকে নামালো) in a little town (একটি ছোট্ট শহরে) near (কাছে) the state (রাজ্য) line (সীমানা). He (সে অর্থাৎ জিমি) went (গেল) to the cafe (কাফেতে) of one (কোনো এক) Mike Dolan (মাইক ডোলানের) and (এবং) shook (ঝাঁকুনি দিল বা মর্দন করল) hands (হাত) with Mike (মাইকের সঙ্গে), who (যে) was (ছিল) alone (একাকী) behind (পিছনে) the bar (বারের).
পাখির গান, দোদুল্যমান সবুজ গাছপালা এবং ফুলের গন্ধ কে অমান্য করে বা তোয়াক্কা না করে জিমি একটি রেস্টুরেন্টের দিকে এগিয়ে চলল। সেখানে ঝলসানো মুরগী এবং এক বোতল সাদা সূরার রূপে সে মুক্তির প্রথম মধুর আনন্দের স্বাদ গ্রহণ করল। তারপর একটি চুরুট নিল যেটি ছিল এক গুন ভালো সেই চুরুটের চেয়ে যেটি কারাধ্যক্ষ তাকে দিয়েছিল। সেখান থেকে সে অলস ভাবে এগিয়ে চলল স্টেশনের দিকে। সে একটা সিকি ঘুরিয়ে ছুঁড়ে দিল একটি অন্ধ লোকের টুপিতে যেই লোকটি ট্রেনের দরজার কাছে বসেছিল, এবং সে ট্রেনে উঠে পড়ল। তিন ঘন্টা পর সে নামল রাজ্যের সীমান্তবর্তী একটি ছোট্ট শহরে। সে মাইক ডলানের কাফেতে গেল এবং করমর্দন করলো মাইকের সঙ্গে, যে বারের পিছনে একাই ছিল।
Visit our website onlineexamgroup.com to get more updates.