পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ) উত্তর সহ দেওয়া হল। উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Very important SAQ (SHORT ANSWER TYPE QUESTIONS) type questions from HS Geography for HS final examination. WBCHSE, West Bengal. Prepare these questions and do an excellent result in your HS Final Exam. These questions are prepared according to the latest reduced syllabus prescribed by the West Bengal Council of Higher Secondary Education (WBCHSE).

উচ্চ মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক নমুনা প্রশ্ন:
প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর।
Work of groundwater and associated landforms (ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ):
চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির কি নাম?
উত্তর: চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপ টির নাম হল স্ট্যালাকটাইট।
স্বাভাবিক উদকচাপে ভৌমজলের ভূপৃষ্ঠে নির্গমনকে কি বলা হয়?
উত্তর: স্বাভাবিক উদকচাপে ভৌমজলের ভূপৃষ্ঠে নির্গমনকে বলা হয় প্রস্রবণ।
ভূ-অভ্যন্তরের যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে কি স্তর বলে?
উত্তর: ভূ-অভ্যন্তরের যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে বলা হয় অপ্রবেশ্য স্তর।
‘কার্স্ট’ শব্দটির আক্ষরিক অর্থ কি?
উত্তর: ‘কার্স্ট’ শব্দটির আক্ষরিক অর্থ হলো উন্মুক্ত প্রস্তরক্ষেত্র।
জলপীঠের স্থায়িত্ব অনুযায়ী ভৌম জলস্তরকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: জলপীঠের স্থায়িত্ব অনুযায়ী ভৌম জলস্তরকে দুই ভাগে ভাগ করা যায়।
প্রবেশ্য শিলা কাকে বলা হয়?
উত্তর: যে শিলার মধ্য দিয়ে জল সহজেই ভূগর্ভে প্রবেশ করতে পারে তাকে প্রবেশ্য শিলা বলা হয়।
Piezometer দিয়ে কি মাপা হয়?
উত্তর: Piezometer দিয়ে চাপে থাকা ভৌমজলের ভূ-পৃষ্ঠীয় উচ্চতা মাপা হয়।
কৈশিক জল কাকে বলে?
উত্তর: মাটির প্রত্যেকটি কণা বেষ্টনকারী জলকে বলা হয় কৈশিক জল।
সিউডোকার্স্ট কাকে বলা হয়?
উত্তর: চুনাপাথর ছাড়া অন্য কোনো শিলা দ্বারা গঠিত অঞ্চলে চুনাপাথরের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপকে সিউডোকার্স্ট বলা হয়।
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২
কোন্ ঋতুতে ভৌমজলের ভাণ্ডার পরিপূর্ণ হয়?
উত্তর: বর্ষা ঋতুতে ভৌম জলের ভাণ্ডার পরিপূর্ণ হয়।
সহজাত জল কাকে বলে?
উত্তর: পাললিক শিলা গঠিত হওয়ার সময় শিলাস্তরে যে জল আবদ্ধ হয় তাকে সহজাত জল বলে।
কোন্ শিলার ওপর টেরারোসা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে?
উত্তর: চুনাপাথর জাতীয় শিলার অপর টেরারোসা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে।
ভাদোস জল কাকে বলে?
উত্তর: জলপীঠের উপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে ভাদোস জল বলে।
পৃথিবীর গভীরতম কার্স্ট গুহা কোনটি?
উত্তর: পৃথিবীর গভীরতম কার্স্ট গুহা হল ক্রুবেরা।
কোন্ ভূমিরূপে আর্টেজীয় কূপ গঠিত হয়?
উত্তর: ভাঁজপ্রাপ্ত শিলার অধোভঙ্গে আর্টেজীয় কূপ গঠিত হয়।
আর্টেজীয় কূপ খনন প্রথম কোথায় শুরু হয়?
উত্তর: ফ্রান্সের আর্তোয়েস অঞ্চলে প্রথম আর্টেজীয় কূপের খনন শুরু হয়।
কার্স্ট হ্রদ কাকে বলে?
উত্তর: ডোলাইনে জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয় তাকেই কার্স্ট হ্রদ বলে।
টেরারোসা দেখতে উষ্ণ মন্ডলের কোন্ মৃত্তিকার মতো হয়?
উত্তর: টেরারোসা দেখতে উষ্ণ মন্ডলের ল্যাটেরাইট মৃত্তিকার মতো হয়।
অ্যাকুইফার কাকে বলা হয়?
উত্তর: যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত, খরিত ও পরিপূর্ণ হয়, তাকে অ্যাকুইফার কি বলা হয়।
ফ্লোস্টোন কাকে বলে?
গুহার ভেতরে প্রবাহমান জলের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপকে ফ্লোস্টোন বলা হয়।
ভৌমজলের ক্ষরণ কিসের মাধ্যমে ঘটে?
উত্তর: ভৌমজলের ক্ষরণ ঘটে অনুস্রাবন ও প্রস্রবণের মাধ্যমে।
উচ্চভূমিতে ভৌমজলপীঠের অবস্থান ভূ-প্রকৃতির সাপেক্ষে কিরূপ হয়?
উচ্চভূমিতে ভৌমজলপীঠের অবস্থান ভূ-প্রকৃতির সাপেক্ষে উত্তল হয়।
ভারতবর্ষের কোথায় স্ট্যালাগমাইট দেখা যায়?
উত্তর: ভারতবর্ষের চেরাপুঞ্জির মাউসমাই গুহায় স্ট্যালাগমাইট দেখা যায়।
মৃত্তিকা (Soil)
মৃত্তিকা বিজ্ঞানের জনক কে?
উত্তর: মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন ডকুচেভ।
মাটি সৃষ্টির সক্রিয় উপাদান দুটি কি কি?
উত্তর: মাটি সৃষ্টির সক্রিয় উপাদান দুটি হল জলবায়ু এবং জীবজগৎ।
রেগুর মাটি কোন ধরনের শিলা থেকে সৃষ্টি হয়?
উত্তর: রেগুর মাটির সৃষ্টি হয় লাভা গঠিত শিলা থেকে।
অপরিণত মাটি কি?
উত্তর: যে মৃত্তিকায় যথেষ্ট সময়ের অভাবে সবকটি স্তর গড়ে উঠতে পারে না তাকে অপরিণত মাটি বলা হয়।
ভূত্বকের উপর সঞ্চিত আবহবিকারপ্রাপ্ত শিলাচুর্ন স্তরকে কি বলে?
উত্তর: ভূত্বকের উপর সঞ্চিত আবহবিকারপ্রাপ্ত শিলা চুর্ন স্তরকে রেগোলিথ বলা হয়।
ল্যাটেরাইট মৃত্তিকায় কঠিন ত্বক গঠিত হয় কেন?
উত্তর: মূল শিলা থেকে ধৌত প্রক্রিয়ায় সিলিকা বেরিয়ে যায় এবং সেসক্যুই অক্সাইডরূপে লোহা ও অ্যালুমিনিয়ামের জারিত কণাগুলি মাটির উপরের স্তরে থেকে যায়, এর ফলে কঠিন ত্বক গঠিত হয়।
ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে কোন বর্গের মাটি সৃষ্টি হয়?
উত্তর: ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে অক্সিসল মাটি সৃষ্টি হয়।
ইলুভিয়েশন পদ্ধতিতে কোন স্তর গঠিত হয়?
উত্তর: ইলুভিয়েশন পদ্ধতিতে B স্তর গঠিত হয়।
ক্যালসিফিকেশন কি?
উত্তর: যে প্রক্রিয়ার দ্বারা মৃত্তিকার স্তরে চুন জাতীয় পদার্থ সঞ্চিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় কেন ক্যালসিফিকেশন।
ল্যাটেরাইট মৃত্তিকায় কঠিন ত্বক গঠিত হয় কেন?
উত্তর: মূল শিলা থেকে ধৌত প্রক্রিয়ায় সিলিকা বেরিয়ে যায় এবং শেষক্যুই এক্সাইডরূপে লোহা ও অ্যালুমিনিয়ামের জারিত কণাগুলি মাটির উপরিস্তরে থেকে যায়, ফলে ত্বক কঠিন হয়।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ভিত্তিক সাজেশন সহ সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com