HS Economics Suggestion 2023, WBCHSE, West Bengal. উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩

HS Economics Suggestion 2023. Get most of the questions common. Score an attractive result in your HS Final Examination. Above 90% common. Very Important Suggestion. Don’t Miss this suggestion.

Introduction:

Prepare and practise this HS Economics Suggestion 2023 for Higher Secondary Examination 2023. The West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) has declared the routine of the Higher Secondary Examination for the year 2023. Click here to get HS Exam Routine 2023. This year the exam date of the subject Economics is tentative . The exam will start at 10:00 a.m. and will end at 1.15 p.m.

HS Economics Examination 2023:

Why Is A Suggestion So Important for Students?

Suggestion is very important in the life of students. Throughout the year students read and work hard. Their main aim is to do an excellent result in their final examination. They continuously read and practice and write everything. But at the end of the year when they are going to face the final examination, they are in a difficult situation. Actually, they cannot take any decision as to which subject to read, how long they should read – the whole textbooks or guide books. Thus they fumble. That is why the suggestion is of much importance in the life of the students. A good and proper suggestion can change the life of a student. A suggestion helps the students manage time in the examination hall. If a student follows a good and authentic suggestion he will be able to score a good result in the final exam. If he or she prepares himself or herself according to the suggestion he or she will be able to write the answers to the questions spontaneously in the examination.

That is why we have prepared this suggestion. You must follow our HS Economics Suggestion 2023 and prepare yourself for your final examination from now.

Chapter 4:  (উৎপাদন তত্ত্ব)

1. উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

2. বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকোচের ধারণা গুলি আলোচনা করো।

3. কোনো ফার্মের ব্যয় সংক্ষেপ বলতে কী বোঝায়? ব্যয়সংক্ষেপের ধারণা গুলি আলোচনা করো।

4. মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণসহ ব্যাখ্যা করো।

5. স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো।

6. উৎপাদন অপেক্ষক কাকে বলে? উৎপাদন অপেক্ষক এর বৈশিষ্ট্য গুলি কি কি?

7. মোট উৎপাদন রেখা থেকে কিভাবে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হয়?

Chapter 2: (পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থা বিশ্লষণ):

1. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে অর্জিত হয় তা আলোচনা করো।

2. ফার্মের স্বল্পকালীন যোগানরেখা কিভাবে পাওয়া যায় তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও।

3. প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।

4. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম নির্ধারণ তত্ত্বটির বিবরণ দাও।

5. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত গুলি উল্লেখ করো এবং রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

Chapter 13: (উৎপাদনের বাজার):

1. শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব এর সংক্ষিপ্ত বিবরণ দাও।

1. বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমান গুলি আলোচনা করো।

3. শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দাদা কিভাবে মজুরির হার নির্ধারিত হয় তা আলোচনা করো।

4. যেকোনো উৎপাদনের আই এর মধ্যে কিভাবে খাজনার অংশ থাকতে পারে তা আলোচনা করো।

5. অর্থনৈতিক খাজনার ধারণাটি বিশ্লেষণ করো।

6. আধুনিক খাজনা তত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

7. রিকার্ডোর খাজনা তত্ত্ব ও আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য গুলি আলোচনা।

8. কেইন্সের মতে নগদ অর্থ হাতে রাখার তিনটি উদ্দেশ্য ব্যাখ্যা করো।

9. “খাজনা দাম দ্বারা নির্ধারিত হয়, কিন্তু তা দাম নির্ধারণ করে না” – এই উক্তিটি পর্যালোচনা করো।

10. টীকা লেখো-

a) চুক্তিবদ্ধ খাজনা ও অর্থনৈতিক খাজনার পার্থক্য

b) আধা খাজনা বা প্রায় খাজনা ও অর্থনৈতিক খাজনার পার্থক্য।

Chapter 14 (জাতীয় আয় ও সামগ্রিক বিষয়সমূহ):

1. আয়ের বৃত্ত স্রোত কাকে বলে – তা আলোচনা করো।

2. জাতীয় আয় পরিমাপের উৎপাদন শুমারি পদ্ধতি আলোচনা করো।

3. মূল্য সংযোজন পদ্ধতি আলোচনা করো।

4. জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় পরিমাপের সময় কি কি বিষয়ে সর্তকতা অবলম্বন করতে হয়?

5. মাথাপিছু জাতীয় আয় কাকে বলে? আর্থিক ও বাস্তব মাথাপিছু আয় এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।

6. আর্থিক জাতীয় আয়, প্রকৃত জাতীয় আয় এবং মাথাপিছু জাতীয় আয়ের ধারণাটি ব্যাখ্যা করো।

Chapter 16 (অর্থ ও ব্যাংক ব্যবস্থা):

1. বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ গুলি আলোচনা করো।

2. ঋণ নিয়ন্ত্রণ কেন দরকার? কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?

3. বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে?

4. কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি গুলি আলোচনা করো।

5. আমানত সৃষ্টি কি? বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে?

6. টীকা: মার্জিন মানি, রিভার্স রেপো রেট, রেপো রেট, ঋণ গুণক।

Chapter 18 ( আন্তর্জাতিক বাণিজ্য এবং লেনদেন উদ্বৃত্ত):

1. বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ প্রক্রিয়ায় গৃহীত ব্যবস্থা গুলি কি কি?

2. “লেনদেন ব্যালেন্সে সকল সময়েই ক্ষমতা আছে” – এই উক্তিটি ব্যাখ্যা করো।

3. বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উপবৃত্তের মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো।

4. নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়?

5. স্থির বিনিময় হার অনমনীয় বিনিময় হারের মধ্যে পার্থক্য দেখাও।

HS Geography Suggestion 2023

Note: We have now given only the Chapter-wise suggestive questions of 5 marks. Keep in touch with us. We will upload questions of 2 marks also.

http://wbchse.nic.in

Regularly visit our website onlineexamgroup.com and get more updates.

Share with your friends

One thought on “HS Economics Suggestion 2023, WBCHSE, West Bengal. উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *