Higher Secondary Bengali MCQ Practice for 2019 Final Exam, WBCHSE, West Bengal

These questions are very important for the Final HS Exam. Many people suggest the students to get well-prepared for the final exam. But most of the students cannot decide at that very moment what to do or not to do. So they fumble and waste time. Naturally the question comes “How to manage and get time in the Exam Hall?” As a result many questions remain unattempted. We give you ample space for practice. Practise these model questions. This practice will give you a unique result. These questions have been made according to the question pattern of West Bengal Council of Higher Secondary Education. So, practise these MCQ Type questions and save your valuable time in the exam hall.


বাংলা MCQ প্র্যাকটিস:


প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে প্রশ্নের শেষে বন্ধনীর মধ্যে।


১। “ভারতবর্ষ” গল্প অনুসারে গ্রাম থেকে থানার দূরত্ব ছিল –

ক) চার ক্রোশ খ) দু মাইল গ) এক ক্রোশ ঘ) পাঁচ ক্রোশ  (ঘ)


২। নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসাবে কাছ করা অংশকে বলা হয় –

ক) রূপতত্ত্ব খ) ধ্বনিতত্ব গ) প্রকৃতি ঘ) ভিত্তি। (ঘ)


৩। একটি কম্পিত ধ্বনি হল –

ক) ‘জ্’ ধ্বনি খ) ‘প্’ ধ্বনি গ) ‘র্’ ধ্বনি ঘ) ‘ফ্’ ধ্বনি। (গ)

৪। বলী কান্ধারী ছিলেন একজন –

ক) পীর খ) অহংকারী গ) দরবেশ ঘ) গৃহী ব্যক্তি। (গ)

৫।  “তার নাকি দারুণ বক্স অফিস” –  কিসের? –  ক) দুঃখের নাটকের খ) হাসির নাটকের গ) সামাজিক নাটকের ঘ) প্রেমের নাটকের। (খ)


৬।  “ঠিক আছে ফেলে দিন না” – কি ফেলে দিতে বলা হয়েছে? – 

 ক) খাবার খ) জল গ) চা ঘ) সিগারেট। (ঘ)


৭।  নিখিল কে প্রতি মাসে সাহায্য পাঠাতে হয় – 

 ক) তিন জায়গায় খ) পাঁচ জায়গায় গ) কোথাও নয় ঘ) দু জায়গায়। (ক)


৮।  শব্দকে পদে রূপান্তরে সাহায্য করে – ক) সমাস খ) প্রত্যয় গ) বিভক্তি ঘ) বিশেষণ। (গ)


৯।  “রূপনারায়ণের কূলে” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? –

 ক) পুনশ্চ খ) শেষ লেখা গ) বলাকা ঘ) গীতাঞ্জলি। (খ)


১০।  “বুধে বৃষ্টি শুরু হলে চলতে থাকে” – কতদিন? –

 ক) সাতদিন খ) তিনদিন গ) পাঁচদিন ঘ) চার দিন। (খ)


১১।  রজনীকান্তের অভিনয় জীবন কত দিনের? –

 ক) 40 বছর খ) 45 বছর গ) 60 বছর ঘ) 68 বছর। (খ)


১২।  বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? – 

 ক) ভাষার ভবিষ্যৎ নিয়ে খ) ভাষার অতীত নিয়ে গ) বিভিন্ন ভাষার ঐক্য ঐক্য নিয়ে ঘ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। (ঘ)


১৩।  মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? –  ক) রাগ হয় খ) ঘুম পায় গ) শরীরে তার প্রতিক্রিয়া হয় ঘ) বমি হয়। (গ)


১৪।  হরিণটি ছিল –

ক) সবুজ খ) বাদামি গ) সোনালী ঘ) সাদাকালো। (খ)


১৫।  “চিনিলাম আপনারে”।  কবি নিজেকে চিনলেন কিভাবে? –

ক)  আঘাতে আঘাতে বেদনায় বেদনায় খ) সুখে আনন্দে গ) দুঃখে-সুখে ঘ) বেদনায় আঘাতে। (ক)


১৬।  একটি কণ্ঠনালীয় ধ্বনির উদাহরণ হল – 

 ক) ড়্ খ) হ্ গ) স্ ঘ) ল্ (খ)


১৭। “হিমের রাতে শরীর উম রাখার জন্য  দেশোয়ালিরা সারারাত মাঠে” – কি করেছে? –

 ক) নাচ করেছে খ) আগুন জ্বলেছে  গ) গান করেছে  ঘ) খেলায় মেতেছে। (খ)


১৮। ” রাজনীতি বড় কূট” –  এই উক্তিটি কে করেছে? – 

 ক) রাজিয়া খ) মহম্মদ গ) দিলদার ঘ) ঔরঙ্গজেব। (ঘ)


১৯।  মহনীয় রোম কিসে ঠাসা? 

ক) প্রাসাদে খ) প্রাচীরে গ) সংস্কৃতিতে ঘ) জয়তোরণে। (ঘ)


২০।  “ব্রতচারী সংঘ” এর প্রতিষ্ঠাতা কে? –

 ক) শৈলেন মান্না খ) মান্না দে গ) অজিত দত্ত ঘ) গুরুসদয় দত্ত। (ঘ)


২১। “কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না”। – এই হুকুম ছিল-

ক) স্টেশনমাস্টারের খ) সৈন্যের গ) পুলিশের ঘ) ফিরিঙ্গিদের। (ঘ)


২২। শ্বশুরের জন্য লুচি মিষ্টি তৈরী করত –

ক) বড় বউ খ) বাসিনী গ) মেজো বউ ঘ) ছোট বউ। (ক)


 ২৩। আলেকজান্ডার জয় করেছিলেন-

  ক) শ্রীলংকা খ)  জাপান গ) ভারত ঘ) ব্রহ্মদেশ।(গ)


২৪। “The night is calling me.” –  সংলাপটি কার? –

 ক) শেলি খ) সেক্সপিয়ার গ) বার্নাড শ ঘ) বায়রন। (গ)


২৫। “নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু….” – 

ক) সাহসী প্রকৃতির লোক খ) চালাক প্রকৃতির লোক গ) অলস প্রকৃতির লোক ঘ) ভীরু প্রকৃতির লোক। (গ)


২৬। “কনক পানি” চালের ভাত খান –

ক) মেজ বাবু খ) ছোট বাবু গ) পিসিমা ঘ) বড়বাবু। (ঘ)


২৭। “বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয়” –

ক) ডাওর খ) কালবৈশাখী গ) পৌষে বাদলা ঘ) ফাঁপি। (ঘ)


২৮।  “পর্দা খুললে দেখা যায়…” – 

ক) মঞ্চ ফাঁকা খ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা গ) মঞ্চ  অন্ধকার ঘ) মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে। (খ)


২৯।  বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা “মধ্য যুগের সন্তগন” ছবিটির স্রষ্টা কে – 

ক) বিনোদবিহারী মুখোপাধ্যায় খ) দেবীপ্রসাদ রায়চৌধুরী গ) নন্দলাল বসু ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর। (ক)


৩০।  “বিভাব” নাটকটির অনুপ্রেরণা হল –

ক) রবীন্দ্রনাথের নাটক। খ)  দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক গ) জাপানি কাবুকি নাটক ঘ) দীনবন্ধু মিত্রের নাটক। (গ)


৩১। ‘এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি’, কারণ – 

ক) তারা বাড়ির কাজে ব্যস্ত খ) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না গ) তারা ঘরজামাই থাকে ঘ) তারা অসুস্থ। (খ)


৩২। জয়োৎসবের ভোজ বানাত কারা –

ক) রাঁধুনিরা খ) সম্রাটেরা গ) যোদ্ধা ঘ) সাধারণ খেটে খাওয়া মানুষ। (ঘ)


৩৩। “এমনকি উপকথার আটলান্টিস” – এই উপ কথাটি হলো –

ক) গ্রিসদেশের খ) আফ্রিকার গ) জাপানের ঘ) ভারতের। (ক)


৩৪।  “বিরাট আর্মাডা ডুবল” – ‘আর্মাডা’ বলতে বোঝানো হয়েছে –

ক) ডুবোজাহাজকে খ) স্প্যানিশ নৌবহরকে গ) নৌবহরকে ঘ) ইংরেজ রণতরীকে। (খ)


৩৫।  “সোনা ঝকঝকে লিমা”  অবস্থিত- ক) আরব সাগরের তীরে খ) কাস্পিয়ান সাগরের তীরে গ) প্রশান্ত মহাসাগরের তীরে ঘ)বঙ্গোপসাগরের তীরে। (গ)


৩৬। “টেরিকাটা কয়েকটা মানুষের মাথা” – এই মানুষগুলি এই হল –

ক) বনকর্মী খ) ঘাতক গ) সৈনিক ঘ) ডাকাত। (খ)

৩৭।  “আগুন জ্বলল আবার” – এবার আগুন জ্বালাও সময়টি ছিল –

ক) ভোরবেলা খ) বিকেলবেলা গ) দুপুরবেলা ঘ) রাত্রিবেলা। (ক)


৩৮।  “চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ” – এখানে সবুজ রংটি –

ক) বন-জঙ্গলের প্রতীক খ) মনুষ্যত্বের প্রতীক গ) নিসর্গে ভোর হওয়ার প্রতীক ঘ) নিসর্গের প্রাণময়তার প্রতীক। (ঘ)


৩৯। “সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল।” –  তখন প্রকৃতির বুকে –

ক) গভীর রাত্রি খ) প্রখর মধ্যাহ্ন গ) সূর্যাস্ত আসন্ন ঘ) সূর্যোদয় আসন্ন। (গ)


৪০। “ভিড় সরে তাকে পথ দিল” – কাকে?

ক) চৌকিদারকে খ) মোল্লাসায়েবকে গ) ভটচাজমশাইকে ঘ) বুড়িকে। (ঘ)


 ৪১। পৃথিবী বিখ্যাত গান “উই শ্যাল ওভারকাম” এর বাংলা অনুবাদ “আমরা করবো জয়” এর রচয়িতা হলেন –

ক) সলিল চৌধুরী খ) ভি বালসারা গ) শিবদাস বন্দ্যপাধ্যায় ঘ) রুমা গুহঠাকুরতা। (গ)

৪২। জ্ঞান প্রকাশ ঘোষ নামটি কিসের সংগে যুক্ত? –

ক) পাখোয়াজ খ) তবলা গ)সেতার ঘ)সন্তুর। (খ)

৪৩। টপ্পা গান জনপ্রিয় করেছিলেন – ক) রামনিধি গুপ্ত খ) নির্মলেন্দু চৌধুরী গ) বেগম আখতার ঘ) ভূপেন হাজারিকা। (ক)

৪৪।  ঋত্বিক ঘটকের “বাড়ি থেকে পালিয়ে যাওয়া” -র সংগীত পরিচালক ছিলেন – ক) বিসমিল্লা খাঁ খ) রবিশঙ্কর গ) সলিল চৌধুরী ঘ) আলী আকবর খাঁ। (গ)

৪৫।  ‘মাধব কন্দলী’ যে গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন, তা হল –

ক) মহাভারত খ) গীতগোবিন্দম্ গ) ভাগবত ঘ) রামায়ণ। (ঘ)

৪৬।  “মেঘে ঢাকা তারা” ছায়াছবিটি তৈরি করেছেন

ক) উত্তম কুমার খ) সত্যজিৎ রায় গ) মৃণাল সেন ঘ) ঋত্বিক ঘটক। (ঘ)

৪৭।  উদ্বাস্তু সমস্যা নিয়ে তৈরি নিমাই ঘোষের ছবিটির নাম হলো-

ক) ছিন্নমূল খ) দেশভাগ গ) সীমানা ঘ) নতুন ইহুদি। (ক)

৪৮।  চলচ্চিত্র নির্মাতা তরুণ মজুমদারের তৈরি একটি তথ্যচিত্রের নাম হল –

ক) দুর্বার গতি পদ্মা খ) আমার লেনিন গ) অরণ্য আমার ঘ) ত্রিপুরা প্রসঙ্গ। (গ)

৪৯।  ভারতজুড়ে নির্বাক চলচ্চিত্র সূচনা ঘটেছিল –

ক) 1892 খ্রিস্টাব্দে খ) 1890 খ্রিস্টাব্দে গ)1899 খ্রিস্টাব্দে ঘ)1896 খ্রিস্টাব্দে। (ঘ)

৫০)  “বিদ্যাসুন্দর” ছবিটি প্রযোজনা করেছিল –

ক) তাজমহল ফিল্মস খ) সিনেমা আর্টস

গ) অরোরা ফিল্মস কোম্পানি ঘ)  আর্য ফিল্মস।(গ)


We are coming with more MCQ TYPE  questions for you. For more updates visit onlineexamgroup.com 

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *