পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE (West Bengal Higher Secondary Examination) এর পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে 31/10/2019 তারিখে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2020 (দুই হাজার কুড়ি) সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগের মতোই যে পদ্ধতিতে চলে আসছিল সেই পদ্ধতিতে গ্রহণ করা হবে। Part-A – এর পৃথক প্রশ্নপত্র এবং উত্তর পত্র থাকছে এবং Part-B – র MCQ ও SAQ – এর সম্বলিত প্রশ্নপত্রের উত্তরপত্র যেরকম ছিল সেই আগের ব্যবস্থাই বহাল থাকছে।
এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত L/PR/131A থেকে 131D/2019 পর্যন্ত নম্বরযুক্ত 25/09/2019 তারিখের বিজ্ঞপ্তিগুলি বাতিল করা হলো।
2020 (দুই হাজার কুড়ি) সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WBCHSE – র তরফ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। আগের নোটিশে বলা হয়েছিল 2020 (দুই হাজার কুড়ি) সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে QCAB (Question Cum Answer Booklet) সিস্টেমের মাধ্যমে। কিন্তু সেই বিজ্ঞপ্তি কে পরিবর্তন করা হয়েছে এবং জানানো হয়েছে যে 2020 (দুই হাজার কুড়ি) সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা QCAB সিস্টেমের মাধ্যমে নেয়া হবে না। অর্থাৎ পূর্বে যেমন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হতো, সেই ভাবেই পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে আবার একটি নোটিশ প্রকাশিত হয়েছে।
আগে বলা হয়েছিল যে প্রশ্ন পত্রের উত্তর লেখার মত জায়গা থাকবে সেখানে উত্তর লিখতে হবে। কোন আলাদা উত্তরপত্র দেওয়া হবে না। কিন্তু সেই পদ্ধতি 2020 (দুই হাজার কুড়ি) সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে চালু হচ্ছে না এমনটাই জানানো হলো এই নোটিশের মাধ্যমে।
আগের নিয়মে যেমন প্রশ্নপত্র আলাদা
এবং উত্তরপত্র আলাদা ছিল দুই হাজার
কুড়ি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা
তেও সেইরকম আলাদা প্রশ্নপত্র ও আলাদা উত্তরপত্র
দেয়া হবে।
নোটিশটি ডাউনলোড করার জন্য নিচের
লিংকে ক্লিক করুন।
আরও আপডেট এবং শিক্ষা সংক্রান্ত নতুন খবর জানার জন্য ভিজিট করুন