Bengali Meaning of The Sick Rose || Class XI, West Bengal || WBCHSE.

Bengali Meaning of The Sick Rose. Very important for the students of class 11 of West Bengal. Read the Bengali meaning of the poem “The sick Rose” and do and excellent result in your annual examination.

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর ইংরাজি পিস “দ্য সিক রোজ্” (The Sick Rose)। তাই একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ “দ্য সিক রোজ্” কবিতাটির বাংলা মানে। এই পেজে আমরা একাদশ শ্রেণির ইংরেজি বিষ দ্যা সিক রোজ এর সম্পূর্ণ বাংলা মানে দিলাম।। এখানে প্রত্যেকটি লাইনের সঠিক মানে দেওয়া হয়েছে। পরীক্ষায় আশানুরূপ ফলাফল করার জন্য নিয়মিত এই পেজে দেওয়া কবিতাটির বাংলা মানে পাঠ করতে হবে।

Source of the Poem (কবিতাটির উৎস):

The source of the poem “The Sick Rose” is “The Songs of Experience”, a collection of poems, by William Blake. (“The Sick Rose” কবিতাটির উৎস হল William Blake – এর কবিতা সংকলন “The Songs of Experience”.)

Bengali Meaning of the Poem (কবিতাটির বাংলা মানে):

ও গোলাপ, তুমি অসুস্থ

অদৃশ্য পোকা

যা রাত্রির অন্ধকারে ওড়ে

বিলাপ করা ঝড়ের রাতে

খুঁজে বের করেছে তোমার বিছানা

যা হলো রক্তিম আনন্দের

আর তার অশুভ গোপন ভালবাসা

তোমার জীবনকে ধ্বংস করেছে ।।

নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com । পরীক্ষা প্রস্তুতি নাও। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য প্রতিটি সাবজেক্টের সাজেশন সহ সমস্ত ধরনের নোটস, ইংরেজি গ্রামার, ইংরেজি রাইটিং, সবকিছুই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সকল বন্ধুর সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবে না।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *