Adjective (বিশেষণ) What is an adjective in English grammar? Learn in detail. Get
Adjective বা বিশেষণ কাকে বলে?
যে word বা শব্দ দ্বারা কোনো Noun (বিশেষ্য) বা Pronoun (সর্বনাম) – এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝানো হয় তাকে Adjective বা বিশেষণ বলে।
An adjective gives extra information about the or noun equivalent word.
(অর্থাৎ Adjective বা বিশেষণ Noun বা Noun জাতীয় শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।
আমরা আরও বলতে পারি An adjective is a describing word that gives information about a noun or a pronoun.
একটি Adjective সর্বদা একটি Noun (বিশেষ্য পদ) বা Pronoun (সর্বনাম পদ)- কে বিশেষিত করে অর্থাৎ নির্দিষ্ট করে বা বর্ণনা করে।
অবস্থান বা Position – এর দিক থেকে Adjective কে দুই ভাগে ভাগ করা যায়-
i) Attributive Adjective: It is placed before a noun. (এই ধরনের Adjective সব সময় Noun এর আগে বসে।)
যেমন: This is a ripe mango. (এখানে ‘mango’ হল Noun, এবং সেই Noun এর আগে বসেছে ‘ripe’ adjective টি। তাই ‘ripe’ হল Attributive Adjective.
ii) Predicative Adjective: It is placed after a verb. (এই ধরনের Adjective verb এর পরে বসে।)
যেমন: The mango is ripe. (এখানে ‘is’ হল verb, এবং Verb টির পরে বসেছে ‘ripe’ adjective টি। তাই এখানে ripe হল Predicative Adjective.
যেমন- red coat (লাল কোট)
Green pen (সবুজ কলম)
Green mango (সবুজ আম)
Good boy (ভালো ছেলে)
Tall girl (লম্বা বালিকা)
Beautiful girl (সুন্দরী বালিকা)
Adjective সাধারণত: Noun বা Noun জাতীয় শব্দের সঙ্গে ব্যবহৃত হয়। যেই Noun বা Noun জাতীয় শব্দের সঙ্গে এই Adjective ব্যবহৃত হয়, সেই Noun বা Noun জাতীয় শব্দটির সংখ্যা, গুন, দোষ বা অবস্থা বর্ণনা করে।
Classification of Adjective বা Adjective এর শ্রেণী বিভাগ:
Adjective of Quality: (গুণবাচক বিশেষণ পদ)
যেসব Adjective- এর দ্বারা কোন Noun বা Noun জাতীয় শব্দের দোষ, গুণ বা বৈশিষ্ট্য বোঝানো হয় সেই সমস্ত Adjective – কে বলা হয় Adjective of Quality বা গুণবাচক বিশেষণ পদ বলে।
Proper Adjective:
কোন দেশ বা স্থানের নাম থেকেও Adjective গঠিত হয়। এই ধরনের Adjective গুলিকে Proper Adjective বলা হয়।
যেমন: India থেকে Indian, Germany থেকে German. America থেকে American.
Visit our website onlineexamgroup.com to learn English grammar. Get study materials for your coming exams. Get text discussions of all classes English texts of WBBSE and WBCHSE.