বাংলা ছড়া – ছোটদের ছড়া

বাংলা ছড়া – ছোটদের ছড়া

“আতা গাছে তোতা পাখি”

আতা গাছে তোতা পাখি

ডালিম গাছে মৌ

এত ডাকি তবু কথা

কও না কেন বৌ?

 

“খোকা গেল মাছ ধরতে”

খোকা গেল মাছ ধরতে

ক্ষীর নদীর কূলে,

ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে

মাছ নিয়ে গেল চিলে।।

 

“চাঁদ উঠেছে ফুল ফুটেছে”

চাঁদ উঠেছে ফুল ফুটেছে

কদম তলায় কে?

হাতী নাচছে ঘোড়া নাচছে

সোনামণির বে।




 

“হাট্টিমা টিম্ টিম্”

হাট্টিমা টিম্ টিম্

তারা মাঠে পাড়ে ডিম্

তাদের খাড়া দুটো শিং

তারা হাট্টিমা টিম্ টিম্।।

 

সিংহ মামা সিংহ মামা
মাংস খেতে চাও ?
রাজহংস দেবো তোমায়
হিংসা ভুলে যাও।।

 

আয়রে পাখি লেজ ঝোলা
খোকনকে নিয়ে কর খেলা
খাবি দাবি কলকলাবি
খোকাকে মোর ঘুম পাড়াবি।।

 

খোকা খেলে কোনখানে
শালপিয়ালের বন পানে
সেখানে খোকা কি করে?
থোকা থোকা ফুল পাড়ে।।




 

তাই তাই তাই
মামার বাড়ি যাই
মামার বাড়ি ভারী মজা
কিল চড় নাই।।

 

বনের ধারে পুকুর পাড়ে
তিনটে কোলা ব্যাঙ
গাল ফুলিয়ে ঠ্যাং দুলিয়ে
গাইছে গ্যাংর গ্যাং।।

 

বকমামা বকমামা
ফুল দিয়ে যা,
তাল গাছে কড়ি আছে
গুনে নিয়ে যা।।

 

ঝড় – ঝড় – ঝড়
একটা আম পড়।
একটা আম পড়িস নেকো
তলা বিছিয়ে পড়।।

 

মাসি গো মাসি
পাচ্ছে হাসি
নিম গাছেতে সীম
হাতির মাথায় ব্যাঙের ছাতা
কাকের বাসায় বকের ডিম।।

 

মাছের বাসা উঠল গাছে
বাঘের বাসা জলে।
বনের হাতি ছাতি মাথায়
সোজা উড়ে চলে।।

 

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ,
এত ডাকি তবু কথা
কও না কেন বউ?

 

দিদিমনির কোলে
খুকুমণি দোলে ।
খুকু দোলে, নড়ে চুল
খুকুর মাথায় চাঁপা ফুল।।

 

নোটন নোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে

ওপারেতে ছেলেমেয়ে নাইতে নেমেছে।

দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে,

কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে দাদার হাতে

কলম ছিল ছুঁড়ে মেরেছে

উ:, দাদা বড্ড লেগেছে।।




 

গুপী বাঘা ফিরে এলো,
ফাঁকা গড়ের মাঠে
রায় বাবুর বাড়ির খোঁজে,
পথে পথেই হাটে।।

 

কাঠবেড়ালি কখন এলি
লুকিয়ে পড়িস ফের,
আতাগাছে লেজটা নাচাস
কায়দা দেখাস ঢের।।

 

আমরা দুটি ভাই
শিবের গাজন গাই
ঠাকুমা গেছেন গয়া কাশী
ডুগডুগি বাজাই।।

 

ওখানে কে রে ? আমি খোকা
মাথায় কি রে ?আমের ঝাঁকা
খাস নে কেন ? দাঁতে পোকা
বিলুস না কেন ? ওরে বাবা!

 

সোনা নাচে কোনা
বলদ বাজায় ঢোল।
সোনার বউ রেঁধে রেখেছে
ইলিশ মাছের ঝোল।।

 

টিয়া টিয়া টিয়া,
ঠোঁটটি তোমার লাল।
কেমন করে রাঙ্গা ঠোঁটে,
খাও লঙ্কা ঝাল।।

 

রোগ-শোক যাবে চলে
মনে করো পণ।
নিয়মিত করো যদি,
ঘরে যোগাসন।।

 

আমি হলাম প্রতিদিনের
ভোরের দোয়েল পাখি,
দাওনা সাড়া কভুও
কখন থেকে ডাকি।।

 

ভিড় দেখলে ভিড়ে যাবি

ঠোঙায় চিনে বাদাম খাবি।

শুনবি যখন গোল গোল 

তুইও দিবি হরিবোল ।।

 

আদুড় বাদুড়

চালতা বাদুড়

কলা বাদুড়ের বে

টোপর মাথায় দে

দেখতে যাবে কে?

চামচিকিতে বাজনা বাজায়

খেংরা কাঠি দে।।

নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট http://onlineexamgroup.com

What is word?

 

 

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *