কিভাবে বাংলার শিক্ষা পোর্টালে অন্য স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসা ছাত্র ছাত্রীদের আপনার স্কুলে ভর্তি করবেন বা স্টুডেন্ট ট্রান্সফার ইন করবেন || How to Transfer In a Student in banglarshiksha.gov.in Portal or e-portal, West Bengal.

How to Transfer In a Student:

আমরা জানি যে পশ্চিমবঙ্গে সমস্ত স্কুলগুলিকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে আনা হয়েছে।
এই ওয়েবসাইটের মধ্যেই বিদ্যালয় এর সমস্ত রেকর্ড  জানতে পারা যাবে। এখন আপনার বিদ্যালয়ে যদি অন্য বিদ্যালয় থেকে কোন ছাত্র বা ছাত্রী ট্রান্সফার সার্টিফিকেট বা T.C. (Transfer Certificate) নিয়ে আসে এবং আপনার স্কুলেে ভর্তি হতে চায়, তাহলে  আপনি কিভাবে তাকে আপনার স্কুলে ভর্তি করবেন  – সেই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গে চালু হওয়া নতুন ওয়েবসাইট টির নাম হল banglarshiksha.gov.in । আবার একে e-portal – ও বলা হয়।

ছাত্র বা ছাত্রী বা তাদের অভিভাবক বা অভিভাবিকা ছাত্র-ছাত্রীর ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসবেন।  সেই  Transfer Certificate টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় গ্রহণ করবেন এবং ছাত্র বা ছাত্রীটির Birth Certificate বা জন্ম শংসাপত্রের সঙ্গে তার নাম, বাবার নাম, জন্ম তারিখ এই সবকিছুই নিখুঁত ভাবে মিলিয়ে দেখে নেবেন।




তারপর ঐ Transfer Certificate – এ ছাত্র বা ছাত্রীর নামের ঠিক নীচে তার Student Code দেওয়া আছে, সেই স্টুডেন্ট কোডটি নোট করুন।

কিভাবে ছাত্র বা ছাত্রী কে ট্রান্সফার ইন (Transfer In) করবেন তার পদ্ধতি গুলি আমরা ধাপে ধাপে দিলাম। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনারা খুব সহজেই ছাত্র-ছাত্রী টিকে আপনার স্কুলে ভর্তি করতে পারবেন।

প্রথমেই যেটা করতে হবে সেটা হল বাংলার শিক্ষা পর্টাল এ HOI (Head of Institution) Login করতে হবে অর্থাৎ স্কুল লেভেলে Login করতে হবে।

ধাপ ১:

আপনার কম্পিউটার বা মোবাইলের ওয়েব ব্রাউজার এ গিয়ে টাইপ করুন banglarshiksha.gov.in/login তারপর একটি পেজ খুলে যাবে সেখানে কয়েকটি অপশন দেওয়া থাকবে। যেমন:

Hon’able Chief minister
hon’able Education Minister
Chief Secretary
Principal Secretary, School Education
Other Stakeholders
Parents Login

 

ধাপ – ২:

এরপর আপনি বেছে নিন “Other Stakeholders” অপশনটি। আর ডান দিকে Log in – এর নিচে প্রথম ঘরের মধ্যে আপনার বিদ্যালয় এর ইউজার আইডি  User ID টাইপ করুন এবং তারপরের ঘরে পাসওয়ার্ড (Password) দিন। তার নিচে যে ক্যাপচা কোড রয়েছে সেটি বক্সে দেখে দেখে টাইপ করুন। এরপর Sign in অপশনটিতে ক্লিক করুন।

ধাপ – ৩ :

আপনার বিদ্যালয়ের সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। বামদিকে ড্যাশবোর্ড রয়েছে।সেখানে “2019 Student Mgmt” অপশন টিতে ক্লিক করুন।

 

 

ধাপ – ৪:

তারপর ওই অপশন এর অন্তর্গত “Student Transfer In” অপশনটি বেছে নিন। এই অপশনটি নিচের দিকে দেখতে পাবেন।

ধাপ-৫:

“Student Transfer In” এ ক্লিক করার পর একটি পেজ খুলে যাবে এবং সেখানে প্রথমেই আপনি দেখতে পাবেন “Student Code”।
ওই বক্সে ছাত্রটির বা ছাত্রীটির স্টুডেন্ট কোড টাইপ করুন।তারপর Search Student -এ ক্লিক করুন।

ধাপ -৬:

তারপরেই আপনি দেখতে পাবেন
Student Basic Information
যেমন:
Student Code, Name, Contact Number, Date of Birth, Guardian Name, Present Class, Present Section.

এবং তার নিচে দেখতে পাবেন
Student Educational Information:
যেমন: Academic Year, Admission No, Admission Date, Present Class, Present Section, Present Stream, Present Roll No.

এইগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

ধাপ – ৭:

তারপর নীচে “Fetch from Dropbox” এ ক্লিক করুন।

এরপর একটি পেজ খুলবে এবং সেখানে দেখতে পাবেন “Successfully student fetch from dropbox”

অর্থাৎ,  ছাত্র বা ছাত্রী টির data সফলভাবে আপনার স্কুলে এসে গেছে।

এখন আপনি “Student List View ” অপশনে ক্লিক করে Educational Year, Present Class, Present Section সিলেক্ট করে সার্চ করলে ছাত্র বা ছাত্রীটিকে সেই List এ দেখতে পাবেন।

আরও আপডেট পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইট টি নিয়মিত ভিজিট করুন। সকলের সাথে শেয়ার করুন।

http://wbbse.org

Visit http://onlineexamgroup.com

HS English Suggestion 2020

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *