সুসংবাদে
কবি : দেবব্রত দত্ত
আমরা ছোট অনেক ছোট
তোমরা কত বড়ো
তাই কি সুযোগ হাতে পেলে
শাসন শুধুই করো?
রোজ তো পড়ি, ইস্কুলে যাই
বইপত্তর এত।
কিন্তু যদি না যাই
কিন্তু যদি না যায় মাঠে
শাসন করো না তো?
সকাল-বিকাল শুধুই পড়ি
যদি না যায় মাঠে
বাইচুং বা শচীনকে কি
খুঁজবে পথে-ঘাটে!
মাঠ আমাদের ডাক দিয়েছে
একলা কেন ছাদে?
পড়ার সাথে, খেলব সবাই
জানাই সুসংবাদে।।
।।সমাপ্ত।।