নানা রঙের দিন MCQ “নানা রঙের দিন” নাটক থেকে MCQ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর || দ্বাদশ শ্রেণী || WBCHSE || Important Multiple Choice Questions and Answers.
“নানা রঙের দিন” নাটক থেকে MCQ ” , “নানা রঙের দিন” নামক নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর। MULTIPLE CHOICE TYPE QUESTIONS AND ANSWERS FROM THE STORY. অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা “নানা রঙের দিন” নামক নাটক থেকে বহু বিকল্পীয় প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণি পশ্চিমবঙ্গ।
“এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই।” – কোন্ কথাটা? –
a) গ্রিনরুমে ঘুমোনোর কথা
b) ফাঁকা মঞ্চে অভিনয়ের কথা
c) চাটুজ্জেমশাই এর সঙ্গে বক্তার সাক্ষাৎ হওয়ার কথা
d) চাটুজ্জেমশাইকে বাড়ি পৌঁছে দিতে চাওয়ার কথা
উত্তর: a) গ্রিনরুমে ঘুমোনোর কথা।
“মনে মনে কত আশা, কত প্ল্যান” – কারণ, রজনী চাটুজ্জে তখন
a) বিয়ে করেছেন
b) অঢেল পয়সা করেছেন
c) পুলিশের চাকরি করছেন
d) এক তরুণ যুবক
উত্তর: d) এক তরুণ যুবক।
“যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’ তারা সব” –
a) ভেড়া
b) গাধা
c) বোকা
d) চালাক
উত্তর: b) গাধা।
“আর একদিন তাকে দেখে মনে হয়েছিল” –
a) মোমের আলোর চেয়েও পবিত্র
b) চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ
c) ভোরের আলোর চেয়েও সুন্দর
d) গোধূলি আলোর চেয়েও মায়াবী
উত্তর: c) ভোরের আলোর চেয়েও সুন্দর।
“ওই তারা আবার আমায় ঘিরে নাচছে।” – এখানে ‘তারা’ হল –
a) দারার শির, সুজার দেহ ও মোরাদের কবন্ধ
b) দারার দেহ, সুজার শির ও মোরাদের কবন্ধ
c) দারার শির, সুজার কবন্ধ ও মোরাদের দেহ
d) দারার শির, সুজার দেহ, মোরাদের মস্তক
উত্তর: a) দারার শির, সুজার দেহ ও মোরাদের কবন্ধ
“Life’s but a walking shadow” – এই সংলাপটি যে নাটকের সেটি হল –
a) ম্যাকবেথ
b) কিং লিয়ার
c) হ্যামলেট
d) ওথেলো
উত্তর: a) ম্যাকবেথ।
রজনী চাটুজ্জের মতে দর্শকের কাছে একজন অভিনেতার কদর –
a) সারা জীবন
b) অভিনয়ের পরে
c) মঞ্চে ওঠার আগে
d) মঞ্চে অভিনয়ের সময়
উত্তর: d) মঞ্চে অভিনয়ের সময়।
“আমারও আর কিছু ভালো লাগতো না।” – কারণ –
a) বার্ধক্যের অসুখ
b) মেয়েটি কোথায় গেল – কী হলো কে জানে
c) দর্শকের কাছে জনপ্রিয়তা কমে যাওয়া
d) আবোল তাবোল সব পাঠ করার অসুবিধা
উত্তর: b) মেয়েটি কোথায় গেল – কী হলো কে জানে।
“নানা রঙের দিন” নাটকটিতে চরিত্র আছে –
a) একটি
b) দুটি
c) তিনটি
d) চারটি
উত্তর: b) দুটি।
“এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই।” কারণ –
a) মালিক দুঃখ পাবেন
b) মালিক তার মাইনে কমিয়ে দেবেন
c) বক্তা একেবারে বেঘোরে মারা পড়বেন
d) মালিক তাকে তাড়িয়ে দেবেন
উত্তর: d) মালিক তাকে তাড়িয়ে দেবেন।
“নানা রঙের দিন” নাটকটির অনুপ্রেরণা হল
a) চেখভের ‘চেরি অর্চার্ড’
b) চেখভের ‘সোয়ান সং’
c) ইবসেনের ‘পিপলস এনিমি’
d) ব্রেখটের ‘থ্রি পেনিজ অপেরা’
উত্তর: চেখভের ‘সোয়ান সং’।
“সব পাত্র-পাত্রী ভোঁভাঁ” – নাটকে যে দুজন পাত্র-পাত্রীর নাম বলা হয়েছে তারা হল
a) সাজাহান – মুমতাজ
b) সাজাহান – নুরজাহান
c) মুমতাজ – ঔরঙ্গজেব
d) সাজাহান – জাহানারা
উত্তর: d) সাজাহান – জাহানারা।
রজনীকান্ত চট্টোপাধ্যায় জন্মেছিলেন –
a) পূর্ববঙ্গের সবচেয়ে প্রাচীন ভদ্র বংশে
b) উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন ভদ্র বংশে
c) রাঢ়বঙ্গের সবচেয়ে প্রাচীন ভদ্র বংশে
d) দক্ষিণবঙ্গের সবচেয়ে প্রাচীন ভদ্র বংশে
উত্তর: c) রাঢ়বঙ্গের সবচেয়ে প্রাচীন ভদ্র বংশে।
“Farewell the tranquil mind” – এই সংলাপটি কোন্ নাটকের? –
a) কিং লিয়ার
b) ম্যাকবেথ
c) ওথেলো
d) হ্যামলেট
উত্তর: c) ওথেলো।
“শাহজাদী! সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?” – কোন্ নাটকের সংলাপ? –
a) জনা
b) মেবার পতন
c) রিজিয়া
d) নুরজাহান
উত্তর: c) রিজিয়া।
“ঠিক পুরোনো দিনের মতোই আছেন আপনি।” – কালীনাথ যা দেখে এ সিদ্ধান্তে এসেছেন, তা হল –
a) রজনীকান্তের স্মৃতিশক্তি
b) রজনীকান্তের আচরণ
c) রজনীকান্তের স্বরক্ষেপণ
d) রজনীকান্তের সামগ্রিক প্রতিভা
উত্তর: d) রজনীকান্তের সামগ্রিক প্রতিভা।
“সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ?” – এখানে বলা হয়েছে –
a) স্বাধীনতা আন্দোলনের সময় এর কথা
b) অভিনেতা রজনীকান্তের তরুণ জীবনের প্রতিপত্তি ও খাতিরের সময়ের কথা
c) রজনীকান্তের সিনেমায় অভিনয়ের জীবনের কথা
d) রজনীকান্তের প্রেমের জীবনের কথা
উত্তর: b) অভিনেতা রজনীকান্তের তরুণ জীবনের প্রতিপত্তি ও খাতিরের সময়ের কথা।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস ও বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। সমস্ত ক্লাসের ইংরাজীর প্রতিটি পিসের বিস্তারিত আলোচনা, বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর, ইংরেজি গ্রামার, রাইটিং – সব কিছু পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করো আমাদের ওয়েবসাইট।