অতি সংক্ষিপ্ত প্রশ্ন: জ্ঞানচক্ষু মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি। ভীষণ গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। উত্তর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তৈরি করো এবং মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল করো।
“বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা” – কোন্ কথার কথা বলা হয়েছে?
উত্তর: এখানে তপনের লেখা গল্পটি ছোটমেসো সামান্য ‘কারেকশান’ করে “সন্ধ্যাতারা” পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিকেলে চায়ের টেবিলে এই কথাটাই ওঠে।
“সূচিপত্রেও নাম রয়েছে” – সূচিপত্রে কি লেখা ছিল?
উত্তর: সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্র লেখা ছিল ‘প্রথম দিন’ (গল্প) শ্রী তপন কুমার রায়।
“আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম” – কথাটি কে বলেছেন?
উত্তর: এই কথাটি বলেছেন মেজোকাকু।
ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খায়?
উত্তর: ছোট মাছের ডিম ভাজার সঙ্গে চা খায়।
তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল?
উত্তর: তপনের গল্প পড়ে তার প্রশংসা করেছিল এবং সন্দেহের সুরে মজা করে ছোট মাসি জানতে চেয়েছিল এ গল্প তপন নিজে লিখেছে নাকি কোথা থেকে টুকলিফাই করেছে।
তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?
উত্তর: তপনের মেসোমশাই “সন্ধ্যাতারা” পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন।
2022 Madhyamik Reduced Syllabus – Click here.
‘জ্ঞানচক্ষু’ কথার অর্থ কি?
উত্তর: ‘জ্ঞানচক্ষু’ কথার অর্থ হল ‘অন্তর্দৃষ্টি বা চেতনার জাগরণ হওয়া’।
“এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো” – কি বিষয় নিয়ে লেখে?
উত্তর: এই বয়সের ছেলেমেয়েরা রাজারানী, খুন-জখম, অ্যাক্সিডেন্ট অথবা অনাহারে মরে যাওয়ার মতো বিষয় নিয়ে গল্প লেখে।
“এ বিষয়ে সন্দেহ ছিল তপনের” – কোন্ বিষয় নিয়ে সন্দেহ ছিল?
উত্তর: লেখকরা মানুষ – এই বিষয় নিয়ে তপনের সন্দেহ ছিল।
তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন?
উত্তর: তপনের মেসোমশাই ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদককে চিনতেন।
তপন কেন বসে বসে দিন গুনছিল?
উত্তর: “সন্ধ্যাতারা” পত্রিকায় তার গল্প প্রকাশের অপেক্ষায় বসে বসে তপন দিন গুনছিল।
“পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” – অলৌকিক ঘটনাটি কি?
উত্তর: অলৌকিক ঘটনাটি হল তপনের লেখা গল্প “সন্ধ্যাতারা” পত্রিকায় ছাপা হওয়া।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন: জ্ঞানচক্ষু
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস পেতে নিয়মিত ভিজিট করে আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com.