Use of Was, Were. English Grammar. Was, were – এর ব্যবহার।।

Use of Was, Were. English Grammar.

এই পেজে আমরা আলোচনা করছি ইংরেজিতে ‘be’ verb – was এবং were – এর ব্যবহার নিয়ে। কোথায় was বসবে, কোথায় were বসবে -এই নিয়ে সমস্ত সংকোচ দূর হবে যদি তোমরা নিয়মিতভাবে এই পেজটি পড়ো। খুব সহজে ইংরেজি গ্রামার শিখতে হলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করো।

‘Be’ verb – was, were – এর ব্যবহার:

Was, were – এদের অর্থ হলো ‘ছিল’। অতীতে বা আগে কোনো কিছু ‘ছিল’ বা ‘কোথাও ছিল’ বোঝাতে was বা were ব্যবহার করা হয়। I, he, she , it, Rahim, Ram – এইরকম Subject বা কর্তা থাকলে ‘was’ ব্যবহার করা হয়। We, they, you – এইরকম Subject বা কর্তা থাকলে ‘were’ ব্যবহার করা হয়।

First person singular number (I), third person singular number -(he, she, it, Ram) – এর ক্ষেত্রে ‘was’ বসে।

First person plural number (we), second person singular and plural number (you), third person plural number (they) – এগুলি Subject (বা কর্তা) হিসেবে ব্যবহৃত হলে were বসে।

Examples:

Rahul was a businessman. – রাহুল ছিল একজন ব্যবসায়ী।

The toy was on the table – খেলনাটি ছিল টেবিলের উপর।

Raju was a good student – রাজু ছিল একজন ভালো ছাত্র।

I was a good student -আমি ছিলাম একজন ভালো ছাত্র।

He was an intelligent boy – সে ছিল একজন বুদ্ধিমান ছাত্র।

He was Rahim – সে ছিল রহিম।

He was honest – সে ছিল সৎ।

She was ill – সে ছিল অসুস্থ।

She was a nurse – চেয়েছিল একজন সেবিকা।

The flowers were in the vase – ফুলগুলি ছিল ফুলদানির মধ্যে।

The bird was on the branch of the tree -পাখিটি ছিল গাছের ডালে।

They were teachers – তারা ছিলেন শিক্ষক।

They were happy – তারা ছিল সুখী।

We were students – আমরা ছিলাম ছাত্র।

It was a beautiful picture – এটা ছিল একটা সুন্দর ছবি।

It was there house – এটা ছিল তাদের বাড়ি।

The book was on the table – বইটি ছিল টেবিলের উপর।

The bird was in the sky – পাখিটি ছিল আকাশে।

Moni was a player – মনি ছিল একজন খেলোয়াড়।

Mother was very beautiful – মা ছিল খুব সুন্দর।

The pond was very big – পুকুরটি ছিল ভীষণ বড়।

Madhu was my friend – মধু ছিল আমার বন্ধু।

The toys were on the table – খেলনা গুলি ছিল টেবিলের উপরে।

The books were in the shelf – বইগুলি ছিল তা কের ভিতর।

The pens were in the box -পেনগুলি ছিল বক্সের মধ্যে।

They were on the roof – তারা ছিল ছাদের উপরে।

They were teachers -তারা ছিলেন শিক্ষক।

You were in the room – আমরা ছিলাম রুমের মধ্যে।

The birds were on the tree -পাখিগুলো ছিল গাছের উপরে।

We were good girls -আমরা ছিলাম ভালো বালিকা।

Visit our website onlineexamgroup.com to get text discussions of class-wise English subject of West Bengal Board and council. Learn English grammar very easily. Get various types of English writings. Get study materials for all types of competitive exams.

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *