Use of Some Special Verbs, English Grammar. What is Inchaotive Verb? সহজেই জেনে নিন।

Use of Some Special Verbs:

Inchaotive Verb কাকে বলে ?

(Inchaotive শব্দের বাংলা মানে হল প্রারম্ভিক বা প্রারম্ভিক ক্রিয়া)

(What is Inchaotive Verb?)

যে সব verb এর দ্বারা কোন অবস্থার পরিবর্তনের আরম্ভ, বৃদ্ধি বা চূড়ান্ত অবস্থা বোঝায়, সেই সব verb কে বলা হয়  Inchaotive Verb।

এই ধরনের Verb এর সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত verb গুলি হলো grow, get, become ।

এই ধরনের আরও কিছু verb হলো turn, go, fall, come, wear, run ইত্যাদি।

উদাহরণ:

a) সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে - He is getting weaker day by day.

b) সূর্য ভীষণ উত্তপ্ত হয়েছিল - The sun grew so hot.

ব্যাখ্যা:

এই ধরনের verb গুলির মাধ্যমে কোন কিছুর অবস্থার পরিবর্তন বোঝানো হয়।
"সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে।" - এই উদাহরণটিতে দেখা যাচ্ছে যে সে তার একটা নির্দিষ্ট ক্ষমতা বা শক্তি হারিয়ে হারিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানেও তার অবস্থার পরিবর্তন ঘটছে।

আবার দ্বিতীয় উদাহরণটিতে "সূর্য ভীষণ উত্তপ্ত হয়েছিল" দেখতে পাওয়া যায় যে সূর্য তুলনামূলক শীতল অবস্থা থেকে উত্তপ্ত অবস্থার দিকে যাচ্ছে অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি সূর্যের অবস্থার পরিবর্তন হচ্ছে।
তাই এই ধরনের Verb গুলি হলো Inchaotive Verb।

আরও কিছু উদাহরণ:

পরিশ্রমের জন্য সে ধনী লোক হয়েছিল - He became very reach man for his industry.

(এখানে 'industry' মানে 'পরিশ্রম'।)

আবহাওয়া ভীষণ উত্তপ্ত হলো - The weather became very hot.

কালক্রমে লোকটি বৃদ্ধ হলো - In course of time the man grew old.

গ্রীষ্মকালে গাছের পাতা শুকিয়ে যায় - The leaves of trees get withered in summer.

সুমন ধীরে ধীরে একজন ভালো ফুটবল খেলোয়াড় হচ্ছে - Suman is gradually becoming a good football player.

এই Inchaotive Verb কে কখনও কখনও 'Inceptive Verb' -ও বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *