Narration Change of Optative Sentence. Very Important for the development of English grammar. Enrich your knowledge in English grammar. Get the minute details off the rules of transforming sentences from direct speech into indirect speech.
ইংরেজি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো উক্তি পরিবর্তন। আমরা সমস্ত ধরনের বাক্যের Narration Change বা উক্তি পরিবর্তন বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই পেজে আলোচনা করলাম ইচ্ছা মূলক বা প্রার্থনা মূলক বাক্য বা Optative Sentence -এর Narration Change বা উক্তি পরিবর্তন করার নিয়ম, তার সঙ্গে একাধিক উদাহরণ। এই নিয়মগুলি খুব ভালো করে তৈরি করলে যেকোনো ধরনের পরীক্ষায়় Optative Sentence বা ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্যের Narration Change করতে কোথাও কোন অসুবিধা হবে না। আশাকরি ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে।
প্রথমেই আমাদের জানতে হবে Optative Sentence বা ইচ্ছামূলক বা প্রার্থনা মূলক বাক্য কাকে বলে।
যেসব Sentence বা বাক্যের মাধ্যমে কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়, বা কাউকে আশীর্বাদ করার ইচ্ছা প্রকাশ করা হয়, সেই সব Sentence কে ইচ্ছা মূলক বা প্রার্থনা মূলক বাক্য বা Optative Sentence বলা হয়।
এই ধরনের বাক্য সাধারণত May দিয়ে শুরু হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে May উহ্য থাকে।
যেমন:
ভগবান তোমায় আশীর্বাদ করুন। (May God bless you./God bless you.)
ঈশ্বর রাজা কে রক্ষা করুন। (May god save the king.)
Narration change বা উক্তি পরিবর্তন করার নিয়ম:
1. Direct speech – টির মাধ্যমে যদি প্রার্থনা করা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব (Reporting Verb) – টির পরিবর্তে Tense অনুযায়ী ‘pray’ verb ব্যবহার করতে হয়।
আবার Direct speech (ডাইরেক্ট স্পীচ) – টির মাধ্যমে যদি ইচ্ছা প্রকাশ করা বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব (Reporting Verb) – এর পরিবর্তে Tense অনুযায়ী ‘wish’ verb ব্যবহার করতে হয়।
আবার Direct speech (ডাইরেক্ট স্পীচ) – টির মাধ্যমে যদি কাউকে আশীর্বাদ করা বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব (Reporting Verb) – এর পরিবর্তে Tense অনুযায়ী ‘bless’ verb ব্যবহার করতে হয়।
এখন মনে হতে পারে, কোন্ বাক্যটি প্রার্থনা মূলক আর কোন্ বাক্যটি ইচ্ছামূলক তা বুঝবো কিভাবে। এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে Direct speech (ডাইরেক্ট স্পীচ) – এ Reported Speech (রিপোর্টেড স্পিচ) – টির মধ্যে যদি God – এর উল্লেখ থাকে, তাহলে সেটি হয় প্রার্থনা মূলক বাক্য। আর যদি God – এর উল্লেখ না থাকে, তাহলে সেটি হয় ইচ্ছা মূলক বাক্য।
2. Optative sentence এর narration change করার সময় linker বা সংযোজক হিসাবে ‘that’ ব্যবহার করা হয়।
3. Indirect speech – এ পরিবর্তন করার সময় অতি অবশ্যই Optative Sentence টিকে Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্যের গঠনে (Subject + Main Verb + Object) লিখতে হয়।
Examples:
1. Direct Speech: The boy said, “Had I the wings of a bird.”
Indirect Speech: The boy wished that he had the wings of a bird.
2. Direct Speech: Grandfather said to you, “May God bless you.”
Indirect Speech: Grandfather prayed that God might bless you.
3. Direct Speech: The girl said “Had I won a lottery.”
Indirect Speech: The girl wished that she had won a lottery.
4. Direct Speech: They said, “Long live our King.”
Indirect Speech: They wished that their King might live long.
5. Direct Speech: Ramu said to his brother, “Welcome home.”
Indirect Speech: Ramu bade his brother welcome to his home.
6. Direct Speech: The old man said to me, “May you live long.”
Indirect Speech: The old man wished me a long life.
7. Direct Speech: The followers said, “Long live Netaji.”
Indirect Speech: The followers wished that Netaji might live long.
8. Direct Speech: I said to him, “May you be happy.”
Indirect Speech: I wished that he might be happy.
9. Direct Speech: The man said, “May his soul rest in peace.”
Indirect Speech: The man prayed that his soul might rest in peace.
10. Direct Speech: Mother said to him, “May God grant you a long life.”
Indirect Speech: Mother prayed that God might grant him a long life.
Parts of Speech || বাক্যাংশ বা বাক্যের বিভিন্ন অংশ
নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com আর পেয়ে যান মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যান্য ক্লাসের ইংরেজি বিষয়ের প্রতিটি টেক্সট – এর বিস্তারিত আলোচনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিষয়ভিত্তিক সাজেশন, ইংরেজি গ্রামার, রাইটিং এবং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস।