Madhyamik History Suggestion – 2020
২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন সংগ্রহ করেছি। সেই সম্ভাব্য প্রশ্নগুলিই আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে এই প্রশ্নগুলি অবশ্যই তৈরী করে নাও।
প্রশ্নের মান 8 (৮)
১। উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজ গুলির ভূমিকা কিরূপ ছিল?
২। ঊনবিংশ শতকের নবজাগরণের যুগ বলা হয়? এই জাগরণকে নবজাগরণ বলা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো।
৪। সমাজ সংস্কার ও শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
৫। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্য বাদী বিতর্ক কি? উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি?
৬। উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো।
৭। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ কী? তার নববিধান এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
৮। ব্রাহ্ম আন্দোলন এর বিবর্তন বিভাজন এবং বৈশিষ্ট্য আলোচনা করো।
৯। ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য আলোচনা করো।
১০। নীল বিদ্রোহের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো
১১। কোল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
১২। কৃষক বিদ্রোহ রূপে বাংলায় নীল বিদ্রোহের কারণ প্রকৃতি এবং গুরুত্ব আলোচনা করো।
১৩। তিতুমীরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন কিভাবে কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল তা আলোচনা করো।
Madhyamik History Suggestion – 2020
১৪। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
১৫। উনিশ শতকের ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত আলোচনা করো।
১৬। ভারতের জাতীয়তা বোধের বিকাশে সাহিত্যিক শিল্পের অবদান আলোচনা করো।
১৭। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো।
১৮। ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো।
১৯। মানুষ প্রকৃতি এবং শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২০। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা
দর্শ আলোচনা করো।
২১। অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় শ্রমিকদের ভূমিকা আলোচনা করো।
২২। অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
২৩। ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন আলোচনা করো।
২৪। আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
২৫। বিংশ শতকে ভারতবর্ষে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
২৬। বঙ্গভঙ্গ বিরোধী এবং ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো।
২৭। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো।
২৮। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো।
২৯। বাংলায় নমঃশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
৩০। দলিত অধিকার বিষয়ে মহাত্মা গান্ধী এবঃ বি আর আম্বেদকর এর পারস্পরিক বিতর্কের দিক গুলি আলোচনা করো।
Madhyamik History Suggestion – 2020
প্রশ্নের মান 4
১। নারী ইতিহাসের উপর টীকা লেখো।
২। বিপিনচন্দ্র পাল তার “সত্তর বৎসর” আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন?
৩। নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন?
৪। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের “জীবনস্মৃতি” থেকে কিভাবে সেই সময়ের সামাজিক ছবি ফুটে উঠেছে তা লিখো।
৬। ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন এর গুরুত্ব কি?
৭। ইতিহাস চর্চার ক্ষেত্রে স্থানীয় ইতিহাসের গুরুত্ব সম্পর্কে টীকা লেখো।
৮। সামরিক ইতিহাস ও তার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।
৯। বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা শাস্ত্র চর্চার ইতিহাস সম্পর্কে টীকা লেখো।
১০। দেশাত্মবোধের জাগরনে ভারতীয় নাটকের ভূমিকা নিয়ে আলোচনা করো।
সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
১। বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ আলোচনা করো।
২। ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য – পাশ্চাত্যবাদী বিতর্ক সম্পর্কে টীকা লেখো।
৩। নারী প্রগতির ক্ষেত্রে বিদ্যাসাগর এবং জ্যোতিবা ফুলের অবদান আলোচনা করো।
৪। বিবেকানন্দের রাজনৈতিক ও সামাজিক মতাদর্শ আলোচনা করো।
৫। নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
৬। প্রার্থনা সমাজ সম্পর্কে টীকা লেখো।
৭। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো।
৮। ডেভিড হেয়ার সম্পর্কে একটি টীকা লেখো।
৯। নীল বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়ট এর ভূমিকা আলোচনা করো।
১০। ডিরোজিও ও নব্য বঙ্গ আন্দোলন সম্পর্কে টীকা লেখো।
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লষণ ।
১। নীল বিদ্রোহ কেন ঘটেছিল?
২। ফরাজি আন্দোলনের উপর একটি টীকা লেখো।
৩। ওয়াহাবীদের আদর্শ কি ছিল? ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন? বাংলায় তিতুমীরের আন্দোলনের গুরুত্ব কী?
৪। নীল বিদ্রোহের ফলাফল গুলি লেখো।
৫। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি এবং বিস্তার আলোচনা করো।
৬। পাবনার কৃষক বিদ্রোহ সম্পর্কে কি জানো?
৭। কোল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো?
৮। মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো?
৯। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ এবং ফলাফল লেখো।
১০। চুয়াড় বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো।
সংঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
১) মহারানীর ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য কি?
২) 1857 সালের মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ গুলি লেখো।
৩। জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার ভূমিকা আলোচনা করো।
৪। “আনন্দমঠ” উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদের ধারণা প্রকাশিত হয়েছে তা লেখো।
৫। কে কবে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করেন এই সম্মেলনের গুরুত্ব আলোচনা করো।
৬। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ গুলি আলোচনা করো।
বিকল্প চিন্তা ও উদ্যোগ:
১। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানার শিল্পকে কিভাবে বিশ্বমানের করে তোলেন?
২। বিশ্বভারতী প্রতিষ্ঠার পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের কি উদ্দেশ্য ছিল তা আলোচনা করো।
৩। বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো।
৪। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো।
৫। বাংলা মুদ্রণ এবং প্রকাশনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো।
৬। বাংলার কারিগরি শিক্ষার বিকাশে জাতীয় শিক্ষা পরিষদ এর অবদান আলোচনা করো।
৭। “ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স” এর প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো।
৮। ঔপনিবেশিক ভারতবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা শিক্ষার অগ্রগতি উল্লেখ করো।
বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা:
১। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয়ভাবে যুক্ত না থাকার কারণ কি?
২। সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে গান্ধীজি পরিচালিত কৃষক আন্দোলনের বিবরণ দাও।
৩। ভারতের বামপন্থার জনক কাকে বলা হয় এবং কেন?
৪। কিষান সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা করো।
৫। আইন অমান্য আন্দোলনে উত্তরপ্রদেশের কৃষকদের ভূমিকা আলোচনা করো।
৬। তেলেঙ্গানা আন্দোলনের উপর টীকা লেখো।
৭। ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো।
৮। মিরাট ষড়যন্ত্র মামলার উপর টীকা লেখো।
৯। ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি সম্পর্কে টীকা লেখো।
১০। নিখিল ভারত কিষান সভা সম্পর্কে টীকা লেখো।
বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ।
১। প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
২। ভারতের দলিত রাজনীতি উদ্ভবের কারণ আলোচনা করো।
৩। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বাংলা সশস্ত্র বিপ্লবী কর্মকাণ্ডের অতি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৪। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো।
৫। রশিদ আলী দিবস পালিত হয়েছিল কেন?
৬। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স এর ভূমিকা আলোচনা করো।
৭। মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন তা লেখো।
৮। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে কিভাবে মধু আন্দোলনের বিস্তার ঘটে?
৯। বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্রদের ভূমিকা কি?
১০। অসহযোগ আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো।
Madhyamik History MCQ for Final Exam
Madhyamik English Suggestion 2020, WBBSE, West Bengal. মাধ্যমিক ইংরেজি সাজেশন – ২০২০, পশ্চিমবঙ্গ।
Important English MCQ for Madhyamik Examination – 2020, WBBSE, West Bengal.
For more updates visit our website http://onlineexamgroup.com