HS Physics Suggestion 2022 West Bengal WBCHSE উচ্চ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ সম্ভাব্য প্রশ্নাবলি।


HS Physics Suggestion 2022: Very Important for 2022 HS Final Exam. Get Common and score an attractive result in your final examination.

Follow our HS Physics Suggestion 2022:

Part A, Section-II, Group – B (2×5)

Question 1 – এর জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

i. অনুপ্রবাহ বেগ।

ii. গতিময়তা

iii. তড়িৎ পরিবাহিতাঙ্ক

iv. অনু প্রবাহ বেগ এর ধারণা থেকে ওহম সূত্র প্রতিষ্ঠা

v. তুল্য রোধ ও বিভব,

vi. কার্বন রোধক

vii. কির্সফের দ্বিতীয় সূত্র শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে প্রমাণ করো।

viii. মিটার ব্রিজের সাহায্যে কোন অজানা রোধ সঠিকভাবে পরিমাপ করতে হলে নিস্পন্দ বিন্দু ব্রিজতারের ঠিক মধ্য বিন্দু হতে হয় কেন?

ix. একটি কোশের তড়িচ্চালক বল E ও অভ্যন্তরীণ রোধ r, রোধের দুই প্রান্তে একটি R রোধ যোগ করা হল। একটি পোটেনসিও মিটারের সাহায্যে মাপলে দুই প্রান্তের বিভব প্রভেদ হয় V।  অভ্যন্তরীণ রোধ r এর মান E, V ও R- এর সাপেক্ষে নির্ণয় কর।

DMM -P 231 (Ex- 13) (Ex -15) (Ex – 16) (EX -18) (Ex -22) (Ex – 24)

DMM – P 272 (Ex – 4) 273 (Q -1,2 5,6,7,8,11,15)

x. বিভবের নতি মাত্রা কি? তারের আপেক্ষিক রোধের সঙ্গে এর সম্পর্ক ক?

xi. কোন্ কোন্ সময় পোটেনসিওমিটারের সাম্য বিন্দু তারের দৈর্ঘ্যের বাইরে পড়ে?

xii. কোশের তড়িৎ চালক বল পরিমাপের জন্য পোটেনসিওমিটার ভোল্ট মিটার অপেক্ষা বেশি উপযোগী কেন? (2015)

xiii. তড়িৎ কোষের সামর্থ্য কি? একক? (সিলেবাসে নেই)

Question 2 – এর জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

i. একটি পরীক্ষাধীন আধান 1.6 × 10-19 কুলম্ব, V = 2i + 3j মিটার/সেকেন্ড বেগে একটি চৌম্বক ক্ষেত্রে B =  2i + 3j ওয়েবার/মিটার2। ওই আধানটির উপর কত বল কাজ করবে?

ii. ফ্লেমিং এর বামহস্ত নিয়ম চিত্র সহ বিবৃত করো।

iii. 1 A = কত emu?

iv. হিস্টিরিসিস কি? চিত্রসহ ব্যাখ্যা দাও।

v. B – H Loop এর তাৎপর্য কি?

vi. চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য লেখ।

vii. দন্ড চুম্বক কাটা হলে চৌম্বক ভ্রামক হিসাব।

viii. তার কে বাঁকিয়ে বিভিন্ন আকার দিলে প্রাথমিক ও শেষ চৌম্বক ভ্রামক এর সম্পর্ক।

ix. একটি তড়িৎ প্রবাহবাহী তারকে এমন ভাবে বাঁকানো হল যেন প্রান্ত গুলি বৃত্তের কেন্দ্রে পাই/3 কোণ করে। তার চৌম্বক ভ্রামক কত?

Question 3 – এর জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ ।

i. ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ।

ii. তড়িত চৌম্বক ক্ষেত্রে ম্যাক্সওয়েলের সময় নিরপেক্ষ সমীকরণ গুলি লেখো।

iii.  তড়িত চৌম্বক ক্ষেত্রে ম্যাক্সওয়েলের সময় নির্ভর সমীকরণ গুলি লেখো।

iv. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিভাবে উৎপন্ন হয়? শূন্য মাধ্যমে রেডিও তরঙ্গের বেগ কত?

v. পরিবহন প্রবাহ ও সরণ প্রবাহ এর তুলনা করো।

vi. সরণ প্রবাহ উৎপত্তির কারণ কি? রাশিমালা লেখ।

vii. পয়েন্টিং ভেক্টর কি নির্দেশ করে? এর এস আই একক লেখ।

viii. তড়িত ও চৌম্বক ক্ষেত্রের সমীকরণ ।

ix. আলোর গতিবেগ এর রাশিমালা।

x. তড়িৎচুম্বকীয় তরঙ্গের চারটি বৈশিষ্ট্য লেখ।

xi. তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক পাল্লা ও ব্যবহার।

xii. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গুলিকে তাদের তরঙ্গদৈর্ঘ্য বা কম্পাঙ্ক অনুসারে সাজানো।

Q No. 4 – এর জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

Atoms and Nuclii

i. রাদারফোর্ড মডেলের ত্রুটি উল্লেখ করে বোরের স্বীকার্য গুলি লেখো।

ii. বোরের কোয়ান্টাম ও কম্পাঙ্ক শর্ত লেখো।

iii. ডি ব্রগলি প্রকল্প বিবৃত করো।

iv. ডি ব্রগলি তত্ত্ব থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করো।

v. বোর তত্ত্ব থেকে ব্যাসার্ধের রাশিমালা লেখো।

vi. প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ এর আসন্ন মান লেখো।

vii. Vn ও En এর রাশিমালা।

viii. কৌণিক ভরবেগ নির্ণয়।

ix. হাইড্রোজেন বর্ণালী সংক্রান্ত ব্যাখ্যা ও সমস্যা (বামার শ্রেণী) ( দৃশ্যমান অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য)

x. এক্স রশ্মি উৎপাদন এর নীতি লেখো।

xi. এক্স রশ্মির প্রকৃতি ও ব্যবহার।

xii. কঠিন ও কোমল এক্স রশ্মি বলতে কী বোঝায়?

xiii. কাট অফ তরঙ্গদৈর্ঘ্য/ ছেদক তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে? রাশিমালা লেখো।

xiv. মোজলের সূত্র বিবৃত কর এবং গাণিতিক ব্যাখ্যা দাও।

xv. মোজলের কাজের গুরুত্ব লেখো।

xvi. a.m.u এর সংজ্ঞা বা 1u কী?

xvii. পরমাণুতে প্রোটন সংখ্যার গুরুত্ব কি?

xviii. রেডিও আইসোটোপ কি? এর ব্যবহার লেখো।

xix. আলফা ও বিটা  বিঘটন।

xx. তেজস্ক্রিয় বিঘটন এর লেখচিত্র অঙ্কন করো।

xxi. অর্ধ জীবনকাল কী? problem.

xxii. অর্ধায়ু ও বিঘটন ধ্রুবক এর সম্পর্ক।

xxiii. অর্ধায়ু ও গড় আয়ুর সম্পর্ক।

xxiv. সক্রিয়তা

xxv. মডারেটর

xxvi. সংযোজন উদাহরণ ।

Q: 5 (Communication System):

অ্যান্টেনার ন্যূনতম দৈর্ঘ্য কত হলে n কম্পাঙ্কের রেডিও তরঙ্গ সম্প্রচার করা যাবে?

মডুলেশন ও ডিমডুলেশন কাকে বলে?

মডুলন গুণাঙ্ক কি।

মোডেম কী? এর ব্যবহার।

ট্রানসডিউসার কি? উদাহরণ দাও।

মডুলেশন – এর প্রয়োজনীয়তা লেখো।

প্রেরক অ্যান্টেনার বেতার দিগন্ত ও গ্রাহক অ্যান্টেনার বেতার দিগন্ত।

সরাসরি যোগাযোগ ব্যবস্থায় এদের মোট দূরত্ব।

সঞ্চার প্রণালী কয় প্রকার ও কি কি?

সঞ্চার ব্যবস্থার ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো।

কোনো তথ্য সংকেতকে সরাসরি দূর সঞ্চার করা যায় না কেন?

বাহক তরঙ্গের কম্পাঙ্ক 3×108 হার্জ হলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত?

A.M বিরূপন। এর চিত্র।

পটিবেধ কি?

সম্প্রচার পদ্ধতিগুলি বর্ণনা করো।

Section 2 Group C: (3×9)

বিভিন্ন আকারের আহিত পরিবাহীর জন্য প্রাবল্য।

R (Radius) C (Capacitance) V (Potential) E (Energy) নির্ণয়ের সূত্র।

গাউস সূত্রের বিবৃতি ও প্রয়োগ।

ধারকত্বের সংজ্ঞা ও মাত্রা এবং বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরতা, তুল্য ধারকত্ব নির্ণয়।

ধারকের দুই পাতের মধ্যে ক্রিয়াশীল বল ও 1 F কি?

সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়।

পরিবাহী গোলকের ধারকত্ব।

একটি ধারকের পাত দুটি বর্গাকার এবং প্রতি বাহুর দৈর্ঘ্য l এবং পাত দুটির মধ্যবর্তী কোণ থিটা। পাত দুটির সর্বনিম্ন দূরত্ব t হলে, ধারকত্ব কি হবে?

ধারকের সাধারণ বিভব ও  আধান বন্টন এবং শক্তিক্ষয়।

কির্সফের সূত্র দুটি বিবৃত করো।

তড়িৎক্ষেত্র প্রাবল্য ও বিভবের সংজ্ঞা দাও। তড়িৎ স্থিতিশক্তি নির্ণয় করো। Prob. (কোথায় বিভব বা প্রাবল্য সমান)

অবকলন ও সমাকলন প্রাবল্য ও বিভব নির্ণয়।

তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য। দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন?

পোটেনসিওমিটারের সাহায্যে দুটি কোশের তড়িৎ চালক বলের তুলনা করো।

অথবা, মিটার ব্রিজের prob P/R = R/S

0.1 মাইক্রো ফ্যারাড ও 0.01 মাইক্রো ফ্যারাড দুটি ধারকের শ্রেণীতে যুক্ত করে 22 ভোল্ট বিভবপার্থক্য প্রয়োগ করা হলো। ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কত শক্তি অপচয় হবে?

তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা দাও। দ্বিমেরু ভ্রামক কাকে বলে? এর একক কি?

তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কৃতকার্য হিসাব করো।

দ্বিমেরু ক্ষেত্রে প্রাবল্য নির্ণয়। বিভব হিসাব।

প্রাবল্য ও বিভব – এর সম্পর্ক প্রতিষ্ঠা।

বিভব ও স্থিতি শক্তির প্রবলেম।

8. এর দাগের জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

বিনতিকোণ, বিচ্যুতিকোণ ও চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। চিত্র ও problem.

এরোপ্লেন এর গতির ফলে emf.

ফ্যারাডের সূত্র ও লেন্জ সূত্র।

হিস্টিরিসিস কি? চিত্র।

তড়িৎ চুম্বক ও ট্রান্সফর্মার তৈরীর জন্য উপযুক্ত পদার্থ।

চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার সংজ্ঞা দাও। এদের সম্পর্ক প্রতিষ্ঠা করো।

e এর চৌম্বক ভ্রামক নির্ণয় করো। 1 বোর ম্যাগনেটন কি? এর মান কত?

অ্যাম্মিটার ও ভোল্ট মিটার সংক্রান্ত থিওরি ও প্রবলেম।

চৌম্বক দ্বিমেরুর সংজ্ঞা ও দ্বিমেরু ক্ষেত্রে প্রাবল্য নির্ণয়।
তিরশ্চৌম্বকত্ব সকল পদার্থের সহজাত ধর্ম – ব্যাখ্যা দাও।

চৌম্বক ক্ষেত্রের সাহায্যে কোনো আধানগ্রস্ত কণার গতিশক্তি বৃদ্ধি সম্ভব কি? ব্যাখ্যা দাও।

উদাসীন বিন্দু কি? প্রবলেম ও ব্যাখ্যা।

বায়ো-স্যাভার্ট সূত্রের বিবৃতি ও প্রয়োগ।

অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র  ও প্রয়োগ ।

তড়িৎ প্রবাহের পারস্পরিক ক্রিয়া। prob (Chhaya Page no – 358, 356, 357, 355, 353, 359, 360 (39), 386, 387, 388, 389, 390, 412-415.

9. এর দাগের জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

* দর্পণ বা লেন্স-এর সূত্র + Prob

* হাইগেনসের নীতি লেখ। গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যাতিচারের শর্ত।

* প্রাবল্য ও বিস্তার সংক্রান্ত সমস্যা।

* সুসংগত উৎস ও ইয়ং এর পরীক্ষা, স্থায়ী ব্যাতিচারের শর্ত। সুসংগত দৈর্ঘ্য কি?

* পটি প্রস্থ বা পটিবেধ – এর রাশিমালা ও সমস্যা। পটিবেধ কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?

* লেন্স কে জলে ডোবালে f এর পরিবর্তন, দর্পণ কে জলে ডোবালে f এর পরিবর্তন।

* পাতলা প্রিজম, সমস্যা।

* গোলীয় তলের প্রতিসরণের সূত্র নির্ণয় করো। (গাউসের সমীকরণ)

* মাছের দৃষ্টি। এই সংক্রান্ত সমস্যার সমাধান।

* লেন্স সংক্রান্ত প্রতিবিম্ব গঠনের থিওরিটিক্যাল প্রবলেম।

* প্রিজমের ন্যূনতম চুতি ও প্রতিসরাঙ্ক এর সঙ্গে সম্পর্ক নির্ণয় করো।

10. এর দাগের জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

1. চোখের ত্রুটি ও তার প্রতিকার। সেই সংক্রান্ত সমস্যা ও তার সমাধান।

2. বীক্ষণ কোণ ও তার ব্যবহারিক প্রয়োগ।

3. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের কার্যনীতি ও বিবর্ধন।

4. বিশ্লেষণী ক্ষমতা কাকে বলে? কোন্ কোন্ বিষয়ের উপর তা নির্ভর করে? অণুবীক্ষণ ও নভোবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা।

5. সমবর্তন কি? অসমবর্তিত ও সমবর্তিত আলোর রশ্মি চিত্র অঙ্কন করো। প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ কত হিসাব করো।

6. ব্রুস্টারের সূত্র। সংকট কোণ (থিটা c) – এর সঙ্গে সমবর্তন কোণের সম্পর্ক। প্রবলেম।

7. সমাবর্তন তল ও কম্পনতল। চিত্র।

11. এর দাগের জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

1. আইনস্টাইনের সূত্র, লেখচিত্র, প্রবলেম, সংজ্ঞা, কোয়ান্টাম তত্ত্ব থেকে ব্যাখ্যা।

2. আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা, আলোক তড়িৎ কোষ ও ব্যবহার।

3. ফোটনের ধর্মাবলী।

4. ডি ব্রগলি তত্ত্ব ও বিভিন্ন বিষয়ের উপর নির্ভরতা।

12 – র দাগের জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ:

ডি ব্রগলি তত্ত্ব থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা। ব্যাসার্ধ, বেগ ও শক্তি সম্পর্কিত রাশিমালা নির্ণয়।

হাইড্রোজেন বর্ণালী। রিডবার্গ শক্তি কি? সর্বনিম্ন ও সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য।

X- রশ্মির প্রকৃতি ও বৈশিষ্ট্য। কঠিন ও কোমল x rays.

বৈশিষ্ট্যমূলক x রশ্মি ও ছেদক তরঙ্গদৈর্ঘ্য।

মোজলের সূত্র ও ব্যাখ্যা, গুরুত্ব। সমস্যা ও সমাধান।

1 u = ? Mev.

বন্ধনশক্তি ও ভর ত্রুটির ব্যাখ্যা ও সম্পর্ক।

বিঘটনের সূত্র প্রতিষ্ঠা।

অর্ধায়ু ও গড় আয়ুর সম্পর্ক। সমস্যা ও সমাধান।

নিউক্লীয় চুল্লি মডারেটর, সন্ধিআকার, কোর।

রেডিও কার্বন দ্বারা বয়স নির্ণয়।

কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কিত তথ্য জানার জন্য দৃশ্যমান আলোর বর্ণালী অপেক্ষা x রশ্মি বর্ণালী অধিকতর উপযোগী ব্যাখ্যা করো।

আলফা ও বিটা নি:সরণ। আইসোটোপ, আইসোটোন ও আইসাবার।

 13 + 14. – এর দাগের জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

i. শক্তিস্তর ও শক্তিপটি কি?

ii. ধাতু, অন্তরক ও অর্ধপরিবাহীর তুলনামূলক আলোচনা করো।

iii. নিষিদ্ধ শক্তিঅঞ্চল কি? যোজ্যতাপটি ও পরিবহনপটি কি?

iv. P – type ও N – type কেলাসের গঠন ও পার্থক্য লিখো।

v. P – N সংযোগ বায়াস ও তার লেখ অঙ্কন করো।

vi. Photo Diode বা আলো নিঃসারক কোষ কাকে বলে?

vii. LED, উপাদান ও তার ব্যবহার।

viii. ট্রানজিস্টার এর আলফা বিটা। সেই সংক্রান্ত সমস্যার সমাধান।

ix. Si ও Ge – কোনটি বেশি উপযোগী ও কেন?

15. দাগের প্রশ্নের জন্য নীচের বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ:

i. অনুপ্রবাহ বেগ এর ধারণা থেকে ওহম সূত্র প্রতিষ্ঠা করো।

ii. রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কি? ওহম সূত্রের ভেক্টর রূপ।

iii. মিটার ব্রিজ থিওরি + প্রবলেম। হুইটস্টোন ব্রিজ ও তার ব্যাখ্যা।

iv. পোটেনসিওমিটার যন্ত্রের সাহায্যে দুটি কোষের তড়িচ্চালক বলের তুলনা করো এবং কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো।

v. কির্সফ সূত্রের বিবৃতি, সংরক্ষণ ও ব্যাখ্যা।

vi. অ্যামিটার ও ভোল্টমিটার ও গ্যালভানোমিটার -এর থিওরি ও সেই সংক্রান্ত সমস্যার সমাধান। সান্ট এর নীতি।

16. দাগের জন্য এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ:

i. তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র। (ফ্যারাডে ও লেঞ্জ)।

ii. লোরেঞ্জ বল কি? এরোপ্লেনের গতি সংক্রান্ত বিষয়। সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে ঘূর্ণায়মান পরিবাহীতে emf এর রাশিমালা প্রমাণ।

iii. ঘূর্ণি প্রবাহ বা ফুকো প্রবাহ কি? ট্রান্সফর্মার মজা স্তরিত হয় কেন? ট্রেনের চৌম্বক ব্রেক কিভাবে কাজ করে?

iv. স্বাবেশ ও পারস্পরিক আবেশ। স্বাবেশ গুনাঙ্ক ও পারস্পরিক আবেশ গুনাঙ্ক -এর সংজ্ঞা ও একক লেখো। তড়িৎ চুম্বকীয় জড়তা।

Visit our website onlineexamgroup.com to get all subjects suggestions for your final HS examination.

Share with your friends

3 thoughts on “HS Physics Suggestion 2022 West Bengal WBCHSE উচ্চ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ সম্ভাব্য প্রশ্নাবলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *