HS History Suggestion 2020 : উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২০-WBCHSE, West Bengal

HS History Suggestion 2020

Follow this suggestion. Do very good result in your final Exam in 2020 HS Examination. We have uploaded a quality suggestion for the students of West Bengal Council of Higher Secondary Education. This suggestion will help you.

Part A (40 Marks)

১। উনিশ শতকে বাংলার সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল? (৮)
২। আলীগড় আন্দোলন কি এই আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ এর অবদান আলোচনা করো। (৩+৫)
৩। চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য সহ এর সুফল এবং কুফল গুলি আলোচনা করো। (৩+৫)
৪। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক কি? বিভিন্ন প্রকার সাম্রাজ্যবাদ ও তার প্রকৃতি নিয়ে আলোচনা করো। (৪+৪)
৫। বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো (৫+৩)
৬। মর্লে মিন্টো/ মন্টেগু-চেমসফোর্ড/1935 এর ভারত শাসন আইনের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য আলোচনা করো। (৮)

৭। ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। (৫+৩)
৮। পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। (৫+৩)
৯। ফলাফলের নিরিখে পলাশী ও বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো। (৮)
১০। হো চি মিনের নেতৃত্বে স্বাধীন ভিয়েতনাম গঠনের প্রেক্ষিত আলোচনা করো। (৮)
১১। উনিশ শতকে ভারতে ইংরেজ কোম্পানির শিক্ষানীতি কেমন ছিল? (৮)
১২। ভারতবর্ষে উদারীকরণ অর্থনীতি গ্রহণের কারণ কি? এই উদারীকরণ কর্মসূচির পরিচয় দাও। (৪+৪)
১৩। বার্লিন সংকট কিভাবে হয় ? এর গুরুত্ব কতখানি? (৫+৩)
১৪। মাও সেতুং এর নেতৃত্বে কিভাবে চীনের সমাজতন্ত্র গঠিত হয়? (৮)
১৫। ভারতে অন্তর্বর্তী সরকার গঠনের পটভূমি আলোচনা করো। এর ফলাফল কি ছিল? (৫+৩)

Part – B (40 Marks)

নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।

১। মন্টেগু-চেমসফোর্ড আইন কত সালে প্রবর্তিত হয়?
২। কবে কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়?
৩। কোন্ পার্টিকে দ্বিজ বলা হয়?
৪। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?
৫। কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ গঠিত হয়?
৬। Sister Kingdoms বা ভগিনী রাজ্য বলতে কী বোঝো?
৬। তানাকা মেমোরিয়াল কি?
৭। কবে দিয়েন – বিয়েন – ফুর যুদ্ধ সংঘটিত হয়?
৮। মাহাদ মার্চ কি?
৯। ভারতে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন?
১০। ঝাঁসির রানী বিক্ষোভের নেতৃত্ব কে দেন?
১১ “পঞ্চশীল ” অন্ততর্ভুক্ত নীতির মধ্যে  যে কোনও দুটি লেখো।

১২।CTBT – র পুরো নাম কি?
১৩। ঠান্ডা লড়াই কে গরম শান্তি কে বলেছেন?
১৪। কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়?
১৫। SAARC – র পুরো নাম কী?
১৬। রামমোহন রায়কে কেন বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়?
১৭৷ “নতুন বিশ্ব” কথাটি প্রথম কে ব্যবহার করেন?
১৮৷ “গান্ধী বুড়ি” নামে কে পরিচিত?
১৯৷ “ত্রয়োদশ উপনিবেশ? কোন দেশ গঠন করে?
২০৷ মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়?
২১। “সি আর ফর্মূলা” কি?
২২। কুওমিনতাঙ দলের প্রতিষ্ঠাতা কে?
২৩। গ্যারান্টি প্রথা কি?
২৪। ডয়েট্স মার্ক কি?
২৫। তুরস্ক কে কেন “রুগ্ন ব্যক্তি” বলা হয়?

বিকল্প উত্তর গুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

১। “মিউজিয়াম” কথাটি এসেছে – a) গ্রিক শব্দ মউসিয়ান থেকে b) ইংরেজি শব্দ মিউজিয়ম থেকে c) লাতিন শব্দ মসিয়ান থেকে d) a এবং b দুটি উত্তরই ঠিক ।
২। পঞ্চতন্ত্র এর রচয়িতা কে ? a) কালিদাস b) বাল্মিকী c) বিক্রমাদিত্য d) বিষ্ণু শর্মা।

৩। “নোয়ার নৌকার কাহিনী” কোন দেশের পৌরাণিক কাহিনী?
a) মিশরের b) ইতালির c) গ্রিসের d) রোমের।
৪। কোলকাতার বিড়লা প্লানেটরিয়াম হলো একটি – a) প্রত্নতাত্ত্বিক জাদুঘর b) প্রাকৃতিক সংগ্রহশালা c) ঐতিহাসিক সংগ্রহশালা d) বিজ্ঞান জাদুঘর।
৫। “সব ইতিহাসই সমকালীন ইতিহাস” – উক্তিটি কে করেছেন?
a) রালে b) ই এইচ কার c) ক্লোচে d) রাংকে।
৬। “মিথ” – এর পীঠস্থান বলা হয় –
a) গ্রীস ও ভারতকে b) রোম ও মিশরকে c) গ্রীস ও রোমকে d) b ও c দুটি উত্তরই ঠিক।
৭। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়
a) ১৭৫৭ খ্রিস্টাব্দের 22 শে মার্চ b) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২২ এপ্রিল c) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ শে জুলাই d) ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ শে জুন।
৮। “বিশ্ব রাজনীতি” তত্ত্বের জনক ছিলেন –
a) বেলজিয়ামের রাজা লিওপোল্ড b) ফরাসিরাজ তৃতীয় নেপোলিয়ন c) জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম

d) এদের মধ্যে কোনোটিই নয়।

৯। “Decolonisation” কথাটি প্রথম প্রচলিত হয় –
a) 1922 খ্রিস্টাব্দে b) 1942 খ্রিস্টাব্দে c) 1933 খ্রিস্টাব্দে d) 1932 খ্রিস্টাব্দে।
১০। জাস্টিস পার্টি কাদের রাজনৈতিক দল ছিল ?
a) কায়স্থদের b) মুসলিমদের c) দলিত হিন্দুদের d) ব্রাহ্মণদের।
১১। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন – a) সুজাউদ্দিন b) মুর্শিদকুলি খান c) সিরাজউদ্দৌলা d) সাদাত খান।
১২। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় – a) বাউড়িয়ায় b) বেলুড়ে c) রিষড়ায় d) বালিতে।

১৩।বার্লিন অবরোধ শুরু হয় 1948 খ্রিস্টাব্দের – a) 24 শে জুলাই b) 24 শে সেপ্টেম্বর c) 24 শে অক্টোবর d) 24 শে আগস্ট।
১৪। মোহাম্মদ হাত্তা ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম – a) প্রধানমন্ত্রী b)শহীদ c) পররাষ্ট্রমন্ত্রী d) রাষ্ট্রপতি।
১৫। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় – 1827 খ্রিস্টাব্দে b) 1826 খ্রিস্টাব্দে c) 1842 খ্রিস্টাব্দে d) 1816 খ্রিস্টাব্দে।
১৬। ভাইয়াচারী বন্দোবস্ত প্রচলিত হয় a) উত্তরপ্রদেশে b) পাঞ্জাবে c) গুজরাটে d) বিহারে।
১৭। জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে কাইজার-ই-হিন্দ উপাধি বর্জন করেন – a) দেশবন্ধু b) নেতাজী c)রবীন্দ্রনাথ d) গান্ধীজী।

১৮। অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন – a) পেশোয়া b) খলিফা c) নিজাম d) মহারানা।
১৮। নেহেরু মহলানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়?
a) প্রথম b) দ্বিতীয় c) তৃতীয় d) চতুর্থ।
১৯। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? a) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন b) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন c) কংগ্রেস মাদ্রাজ লেবার ইউনিয়ন d) গিরনি কামগার ইউনিয়ন।
২০। ইয়ম কিম্পুর যুদ্ধ (1973 AD) কাদের মধ্যে সংঘটিত হয়? – a) আরব – ইসরায়েল b) আরব – সিরিয়া c)সিরিয়া- মিশর d) আরব – আমেরিকা।

২১। বাংলাদেশের আইনসভার নাম কি? – a) জাতীয় সভা b) জাতীয় পরিষদ c) লোকসভা d) জাতীয় সংসদ।

২২। অ্যাঙ্গোলা কাদের উপনিবেশ ছিল? – a) বৃটেনের b) পর্তুগালের c) ফ্রান্সের d)হল্যান্ডের।

২৩। ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে – a) 1768 খ্রিস্টাব্দে b) 1765 খ্রিস্টাব্দে c) 1756 খ্রিস্টাব্দের d) 1762 খ্রিস্টাব্দে।
২৪। নিচের কোন্ পত্রিকাটি ভারতছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ? – a) হরিজন b) সমাচার দর্পণ c) যুগান্ত d) বেঙ্গলি।
২৫। ভারতের থিওসফিক্যাল সোসাইটির প্রধান কার্যালয় স্থাপিত হয় – a) বোম্বাই b) দিল্লিতে c) মাদ্রাজে d) কলকাতায়।
২৬। জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কে কসাইখানার গণহত্যার সঙ্গে সমতুল্য বলেছেন – a) গান্ধীজি b) সিএফ এন্ড্রুজ c) বালগঙ্গাধর তিলক d) চার্চিল।
২৭। মি এক্স ছদ্মনাম ছিল – a) জর্জ বুশের b) জর্জ ওয়াশিংটনের c) জর্জ স্টিফেনসনের d) মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ বোন্নানের।

২৮। রামমোহন রায়কে কে “রাজা” উপাধি দিয়েছিলেন?
a) সম্রাট বাহাদুর শাহ b) রবীন্দ্রনাথ ঠাকুর c) মোগল সম্রাট দ্বিতীয় আকবর d) লর্ড মিন্টো।
২৯। ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে প্রথম জলপথে চীনে পৌঁছায় – a) দিনেমাররা b) ফরাসিরা c) ইংরেজরা d) পর্তুগিজরা।
৩০। সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তের কথা প্রকাশিত হয় –
a) সঞ্জীবনী পত্রিকায় b) বঙ্গদর্শন পত্রিকায় c) বঙ্গদূত পত্রিকায় d) সোমপ্রকাশ পত্রিকায়।

For more updates visit our website http://onlineexamgroup.com

HS Bengali Suggestion 2020

HS English Suggestion 2020

Biology Suggestion 2020 (HS)

HS Political Science Science Suggestion 2020

 

Share with your friends

2 thoughts on “HS History Suggestion 2020 : উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২০-WBCHSE, West Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *