Class XI English Syllabus, English (B), ENGB, West Bengal. Follow this syllabus. Prepare yourself. Class 11 English syllabus according to the latest directives by the West Bengal Council of Higher Secondary Education. Unique attempts to cover all the necessary aspects of the new syllabus of class 11 of West Bengal. The students must be benefited.
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি সিলেবাস। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য। সিলেবাসের অন্তর্গত প্রতিটি ইংরেজি পিসের, গ্রামারের ও রাইটিং – এর সবকিছুই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ইংরেজির প্রত্যেকটি পিস বিস্তারিতভাবে বাংলা মানে সহ আলোচনা করা হয়েছে। সমস্ত ধরনের নোটস শর্ট কোশ্চেন (MCQ এবং SAQ টাইপের), সব ধরনের গ্রামার, এবং সমস্ত ধরনের রাইটিং পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে বন্ধনীর মধ্যে আমরা সিলেবাসটি বাংলাতেও আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খ ভাবে)
নীচে একাদশ শ্রেণির ইংরেজি সিলেবাসটি দেওয়া হল:
(Literature 50 নম্বরের, এর মধ্যে থাকবে Prose বা গদ্য, Verse বা কবিতা এবং Rapid Reader বা দ্রুত পঠন)
a) Prose (গদ্য) (20 marks)
Leela’s Friend by RK Narayan
Karma by Khushwant Singh
Alias Jimmy Valentine by O Henry
Nobel lecture by Mother Teresa
Extract from “The Place of Art in Education” by Nandalal Bose.
b) Verse (কবিতা) (20 marks)
Upon the Westminster Bridge by William Wordsworth
Meeting at Night by Robert Browning
The Sick Rose by William Blake
Brotherhood by Octavio Paz
Daybreak by HW Longfellow
c) Rapid Reader: (10 marks)
Tales from Shakespeare by Charles Lamb and Mary Lamb (Edited Version) Following Tales: Macbeth, Othello, The Comedy of Errors, As You Like It, Twelfth Night.
a) Textual Grammar (10 marks)
(এই গ্রামাটিক্যাল আইটেমগুলি (Grammatical Items) থেকে গ্রামার এর প্রশ্ন সেট হবে – Tense, Voice, Group Verbs, or Phrasal Verbs, Preposition, Relative Clause, Participle, Gerund)
b) Writing: (10 marks)
Paragraph Writing
Story Writing
c) ESP: (10 marks)
Newspaper Advertisement : Job Vacancy, Land, House, Flat purchase and sale, Academic Matters.
Commercial Leaflet: Opening Office Showroom/institution/Training Centre, Launching Tour Programmes by Travel Agency, Discount Sale.
The topic of the project: 1) Dramatizing a story, 2) Extension of a story, 3) Writing an autobiography. (এই তিনটির যেকোনো একটি) (প্রজেক্ট বানাতে হবে 2000 থেকে 2500 শব্দের মধ্যে)
(Literature থেকে 50 নাম্বার, Language থেকে 30 নাম্বার, আর Project থেকে 20 নাম্বার। মোট 100 নাম্বার)
দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ইংরেজি সহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। পশ্চিমবঙ্গের অন্যান্য ক্লাসেরও টেক্সট আলোচনা সহ বিভিন্ন ধরনের প্রশ্ন ও তার উত্তর পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে। তাই পরীক্ষায় আশানুরূপ ফলাফল করার জন্য আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করো।
বন্ধুদের সাথে শেয়ার করো এই পেজটি। তোমার মতামত জানাতে লেখো নীচের কমেন্ট বক্সে।