Child Development and Pedagogy || Model Questions & Andwers for WB Primary TET, Set 1

Child Development and Pedagogy, Model Questions. Very important model questions for West Bengal Primary Teacher Eligibility Test (PTET)

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব:

“শিশুর বিকাশ ও শিক্ষণ প্রণালী” থেকে নমুনা প্রশ্ন ও উত্তর। ২০২২ সালের প্রাইমারি টেট পরীক্ষার জন্য নিম্নলিখিত সম্ভাব্য প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষা প্রস্তুতির জন্য অতি অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেওয়া প্রশ্ন-উত্তরের সেট গুলি তৈরি করে নাও। আশা করি পরীক্ষায় আশানুরূপ ফলাফল হবে।

Set -1 (সেট – ১)

১. আপনি ক্লাসে একজন মনিটর ঠিক করবেন। এই মনোনয়নে কোন বিষয়ে আপনি প্রাধান্য দেবেন ?

ক) ছাত্রদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে

খ) দৈহিক পরিমাপের ভিত্তিতে

গ) ক্লাসে সবচেয়ে যে ভালো ছাত্র তাকে

ঘ) আপনার পছন্দ অনুযায়ী

উত্তর: ক) ছাত্রদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে।

২. কোনো সমাজে মূল্যবোধ ফিরিয়ে আনতে শিক্ষকের ভূমিকা কি?

ক) সক্রিয় নয়

খ) কিছুই করার নেই

গ) সাধারণ

ঘ) সক্রিয়।

উত্তর: ঘ) সক্রিয়।

৩. ‘Problem – child’ – তাকে বলা হয় যার –

ক) বাড়ির পরিবেশগত অসুবিধা

খ) বাবা-মার করা শাসনে থাকে

গ) একটি অমীমাংসিত সমস্যা আছে

ঘ) বংশানুক্রমিক গরিবি।

উত্তর: গ) একটি অমীমাংসিত সমস্যা আছে।

৪. ভারত সরকারের কোন বিভাগ সবচেয়ে বেশি পেশাগত তথ্য সরবরাহ করে?

ক) ডিপার্টমেন্ট অফ লেবার

খ) ডিপার্টমেন্ট অফ কমার্স

গ) ডিপার্টমেন্ট অফ এডুকেশন

ঘ) ডিপার্টমেন্ট অফ ডিফেন্স।

উত্তর: খ) ডিপার্টমেন্ট অফ লেবার।

৫. প্রথম কিন্ডারগার্টেন শুরু করেছিলেন কে?

ক) ফ্রেডারিক ফ্রোয়েবেল

খ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

গ) জোয়ান পেস্তালাৎসি

ঘ) উইলিয়াম জেমস।

উত্তর ফেডারিক ফ্রোয়েবেল।

৬. শিক্ষকদের একটি “কোড অফ কন্ডাক্ট” থাকা উচিত কারণ:

ক) একটি মহৎ কর্তব্য

খ) বিশেষ কাজ

গ) সামাজিক পরিষেবা

ঘ) পেশা

উত্তর: ঘ) পেশা।

৭. শিক্ষার (learning) সংজ্ঞা হল –

ক) জ্ঞান অর্জন ও সংস্থাপন

খ) আচরণের সংশোধন

গ) সমস্যার সমাধান

ঘ) দক্ষতার উন্নয়ন

উত্তর: খ) আচরণের সংশোধন।

৮. সত্যিকারের পড়াশুনা হয় তখনই যখন

ক) শিক্ষক সক্রিয় থাকেন

ক) মা-বাবা সক্রিয় থাকেন

ঘ) প্রধান শিক্ষক সচেতন থাকেন

ঘ) ছাত্রদের সক্রিয় করে তোলা হয়।

উত্তর: ঘ) ছাত্রদের সক্রিয় করে তোলা হয়।

৯. সমাজের সঞ্চালক হিসাবে স্কুলের প্রাথমিক কাজ হল –

ক) সামাজিক স্থায়িত্ব বিষয়ে শিক্ষা দেওয়া

ক) রুজি সচেতন করে তোলা

গ) শিশুকে জীবনমুখী করে গড়ে তোলা

ঘ) পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল করা

উত্তর: গ) শিশুকে জীবনমুখী করে গড়ে তোলা।

১০. শিক্ষাক্ষেত্রে অন্যতম সন্তুষ্টি হল –

ক) সমাজসেবা

খ) ছাত্রদের উন্নতিতে নিজের অবদান

গ) আর্থিক সচ্ছলতা ও চাকরির নিরাপত্তা

ঘ) ছাত্র-শিক্ষকের পারস্পরিক ভালবাসা

উত্তর: খ) ছাত্রদের উন্নতিতে নিজের অবদান।

১১. নিম্নলিখিত কোন্ ব্যক্তিগত লক্ষণ কোনো শিক্ষকের শিক্ষাদানে প্রভাব ফেলবে না –

ক) সামাজিক দায়বদ্ধতা

খ) সুষ্ঠু পরিচালনা ক্ষমতা

গ) করুণা বা দয়া

ঘ) অনুভূতি প্রবণতা

উত্তর: ঘ) অনুভূতি প্রবণতা।

১২. আপনি কেন শিক্ষক হতে আগ্রহী?

ক) এটি একটি সম্মানজনক পেশা

খ) এই পেশাই ছুটি বেশি

ই) এটি আমার পারিবারিক পেশা

ঘ) অনেক ছাত্রছাত্রী পাওয়া যায়।

উত্তর: ক) এটি একটি সম্মানজনক পেশা।

১৩. শিক্ষককে জাতীয় নির্মাতা বলা হয় কেন?

ক) দেশের সর্বোচ্চ পদটি অধিকার করার জন্য

ক) এটি একটি ভালো উপাধি

গ) দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করার জন্য

ঘ) এদের কোনোটিই নয় ।

উত্তর: গ) দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করার জন্য।

১৪. মহাত্মা গান্ধী কোন্ শিক্ষানীতির কথা বলেছেন? –

ক) শিশু কেন্দ্রিক শিক্ষা

ক) করেঙ্গে ইয়া মরেঙ্গে

গ) প্রকল্প পদ্ধতি

ঘ) বৃত্তিমূলক শিক্ষা।

উত্তর: ঘ) বৃত্তিমূলক শিক্ষা।।

১৫. অন্ধদের বর্ণমালার আবিষ্কারক কে?

ক) হেলেন কেলার

খ) ম্যাকমিলান

গ) রুশো

ঘ) লুই ব্রেইল।

উত্তর: ঘ) লুই ব্রেইল।

১৬. ব্রতচারী নৃত্যটির প্রতিষ্ঠাতা কে?

ক) গুরুসদয় দত্ত

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

ঘ) এদের মধ্যে কেউ নন।

উত্তর: ক) গুরুসদয় দত্ত।

১৭. Matching test কোন্ স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযোগী?

ক) প্রাথমিক

খ) প্রাক্ মাধ্যমিক

গ) প্রাক্ প্রাথমিক

ঘ) মাধ্যমিক।

উত্তর: খ) প্রাক্ মাধ্যমিক।

১৮. ঈশপের গল্পের অনুবাদ কে করেছেন?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) আশাপূর্ণা দেবী

গ) সুকুমার রায়

ঘ) প্যারীচরণ সরকার

উত্তর: ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৯. স্কিনারের মতে আচরণ কয় ধরনের?

ক) 1

খ) 2

গ) 3

ঘ) 4

উত্তর: খ) 2

২০. কার্যকরী শিক্ষণ নির্ভর করে –

ক) শিক্ষকের শিক্ষকতা যোগ্যতার উপর

খ) শিক্ষকের বিষয়বস্তু বোঝার উপর

গ) শিক্ষকের হাতের লেখার উপর

ঘ) শিক্ষকের ব্যক্তিত্বের উপর

উত্তর: খ) শিক্ষকের বিষয়বস্তু বোঝার উপর।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ প্রতিটি ক্লাসের ইংরাজী টেক্সটের বিস্তারিত আলোচনা, গ্রামার, writing, সমস্ত ধরনের নোটস, শর্ট কোশ্চেন সহ বিষয়ভিত্তিক সাজেশন পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে। তাই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে তৈরি করার জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করো।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *