Bengali Model Questions for WB Primary TET | First Language (Bengali) | প্রাইমারি টেট পরীক্ষার বাংলা বিষয়ের মডেল কোশ্চেন | West Bengal |

Bengali Model Questions for West Bengal Primary TET (Teachers Eligibility Test). These Model Questions are very important for taking preparation for WB Primary TET examination. So, don’t delay prepare these questions and do a very good result in your examination.

About WB Primary TET

Name of the Examination:West Bengal Primary TET
Organized by:West Bengal Board of Primary Education (WBBPE)
Total Number of Questions:150
Total Number of Marks:150
Allotted Time:90 Minutes
Date of Examination:31st January, 2021

নিচের কোনটি মূর্ধন্য ব্যঞ্জন নয়? –

a) ণ

b) ট

c) ঞ

d) ড়

উত্তর : c) ঞ।

সৈন্য, সংগ্রহ, সদানন্দ, সওদা – এই শব্দগুলো অভিধানে অর্থ খোঁজার সময় ক্রমবিন্যাস টি কেমন হবে?

a) সওদা, সংগ্রহ, সৈন্য, সদানন্দ

b) সওদা সংগ্রহ, সদানন্দ, সৈন্য

c) সংগ্রহ, সওদা, সৈন্য, সদানন্দ

d) সদানন্দ, সৈন্য, সওদা, সংগ্রহ।

উত্তর: b) সওদা, সংগ্রহ, সদানন্দ সৈন্য।

“বীরবলের হালখাতা” কে রচনা করেন?

a) অচিন্ত্যকুমার সেনগুপ্ত

b) প্রেমেন্দ্র মিত্র

c) প্রমথ চৌধুরী

d) অন্নদাশঙ্কর রায়।

উত্তর: c) প্রমথ চৌধুরী।

“প্রজাপতি” কে লেখেন?

a) সমরেশ মজুমদার

b) মতি নন্দী

c) সমরেশ বসু

d) দুলেন্দ্র ভৌমিক

উত্তর: c) সমরেশ বসু।

পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে কোন্ সমাস হয়?

a) অব্যয়ীভাব

b) তৎপুরুষ

c) দ্বন্দ্ব

d) দ্বিগু

উত্তর: a) অব্যয়ীভাব।

“হ্রাস” শব্দের পদান্তর কি?

a) হ্রস্ব

b) হ্রস্বতা

c) হ্রাসিত

d) হ্রাসী

উত্তর: a) হ্রস্ব ।

ক্রিয়ার ভাব মূলত হয় –

a) এক প্রকার

b) দুই প্রকার

c) তিন প্রকার

d) চার প্রকার

উত্তর: b) দুই প্রকার।

“নৌকাডুবি” কে রচনা করেন?

a) জীবনানন্দ দাশ

b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

c) প্রমথ চৌধুরী

d) রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তর: d) রবীন্দ্রনাথ ঠাকুর।

সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় ” -রেখাঙ্কিত পদটি হলো –

a) অসম্মতি সূচক অব্যয়

b) সংশয় সূচক অব্যয়

c) আলংকারিক অব্যয়

d) সাদৃশ্য সূচক অব্যয়

উত্তর: d) সাদৃশ্য সূচক অব্যয়।

‘প্রথমা’ পদটি কোন ধরনের বিশেষণ?

a) পূরণবাচক

b) বিশেষ্যের

c) সংখ্যাবাচক

d) এদের কোনোটিই নয়।

উত্তর: a) পূরণবাচক।

মহাজনের টাকায় হাত দেবেন না” –

a) উপযোগিতা – সম্বন্ধ

b) ব্যপ্তি – সম্বন্ধ

c) নিবারণ – সম্বন্ধে

d) উদ্দেশ্য – সম্বন্ধ

উত্তর: d) উদ্দেশ্য – সম্বন্ধ।

নিচের কোন শব্দটি নদী শব্দের সমার্থক?

a) সরিৎ

b) মরুত

c)দ্রুম

d) অত্রি

উত্তর: a) সরিৎ।

‘অপু’ চরিত্রটি কে সৃষ্টি করেন?

a) বলাইচাঁদ মুখোপাধ্যায়

b) মানিক বন্দ্যোপাধ্যায়

c) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তর: d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

ছেলে ও মেয়ে – ছেলে মেয়ে – এটি কি ধরনের সমাস?

a) কর্মধারয় সমাস

b) দ্বিগু সমাস

c) দ্বন্দ্ব সমাস

d) তৎপুরুষ সমাস।

উত্তর: c) দ্বন্দ্ব সমাস।

‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারাটির অর্থ কি? –

a) অপদার্থ

b) অকালের ফল

c) অলস

d) অপক্ব কুষ্নান্ড।

উত্তর: a) অপদার্থ।

‘অসন্তুষ্ট’ শব্দটিতে কয়টি দল আছে?

a) দুটি

b) তিনটি

c) চারটি

d) পাঁচটি।

উত্তর: c) চারটি।

” কল্লোল যুগ” গ্রন্থটি কে রচনা করেন?

a) প্রেমেন্দ্র মিত্র

b) বুদ্ধদেব বসু

c) শৈলজানন্দ মুখোপাধ্যায়

d) অচিন্ত্যকুমার সেনগুপ্ত

উত্তর: d) অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

কোন শব্দটি পৃথিবীর সমার্থক শব্দ নয়?

a) অবনী

b) পারাবার

c) চরাচর

d) ভুবন

উত্তর: b) পারাবার।

যৌগিক স্বরগুলির অপর নাম কি?

a) প্লুতস্বর

b) উচ্চস্বর

c) সন্ধিস্বর

d) এদের মধ্যে কোনোটিই নয়

উত্তর: c) সন্ধিস্বর।

উপসর্গযুক্ত শব্দ নয় কোনটি?

a) নিখুঁত

b) নবহত

c) নিরন্ন

d) নিষেধ

উত্তর: b) নবহত।

“গল্প” শব্দের বহুবচন হলো

a) গল্পপুঞ্জ

b) গল্পমালা

c) গল্পগুচ্ছ

d) গল্পনিচয়

উত্তর: c) গল্পগুচ্ছ।

‘বুকের পাটা’ বাগধারাটি যে অর্থে ব্যবহৃত হয় তা হলো

a) পাঁজর

b) সাহস

c) একগুঁয়ে

d) হৃদযন্ত্রনা

উত্তর: b) সাহস।

সমরেশ বসুর ছদ্মনাম কি?

a) জরাসন্ধ

b) কালকূট

c) মৌমাছি

d) কালপেঁচা

উত্তর: b) কালকূট।

আরও প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইট onlineexamgroup.com নিয়মিত ভিজিট করো।

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *