Bengali Meaning of “On KILLING A Tree” by Gieve Patel, Text – এর বাংলা মানে। Class XII, WBCHSE. Very Important for the Preparation for HS (Class 12) Final Examination. Read again and again. Score an excellent result.

উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে অতি অবশ্যই নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। নিয়মিত পাঠ করলে ফাইনাল পরীক্ষার জন্য খুব সহজেই নিজেকে প্রস্তুত করা যাবে। প্রত্যেকটি ইংরেজি পিস – এর বিস্তারিত আলোচনা, তার নোটস, SAQ টাইপ শর্ট কোশ্চেন, MCQ টাইপ কোশ্চনস, সমস্তকিছুই আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছি। আশা করি প্রতিটি ছাত্র-ছাত্রী ভীষণ ভাবে উপকৃত হবেন এবং ফাইনাল পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারবেন।
“On KILLING A Tree” টেক্সট এর বাংলা মানে:
একটা গাছকে মারতে বা হত্যা করতে অনেক সময় লাগে,
ছুরির একটা সামান্য আঘাত পারেনা
এটা করতে অর্থাৎ গাছটাকে হত্যা করতে। এটা (অর্থাৎ গাছটি) বেড়ে উঠেছে
ধীরে ধীরে মাটি থেকে (অর্থাৎ পৃথিবী থেকে) রসদ সংগ্রহ করে
মাটি থেকে উঠে এসেছে, খেয়ে (বা খাবার সংগ্রহ করে)
এর (অর্থাৎ পৃথিবীর) ভূত্বক থেকে, শোষণ করে
বছরের-পর-বছর সূর্যের আলো, বাতাস, জল
এবং এটির (অর্থাৎ গাছটির) খসখসে ছাল থেকে
গজিয়েছে পাতা।
তাই কপাও এবং কুচি কুচি করে কেটে ফেলো
কিন্তু শুধু এটা একাই এটা করতে পারবে না (অর্থাৎ গাছটিকে হত্যা করতে পারবে না)।
প্রচন্ড যন্ত্রনাও এটা করতে পারবে না (অর্থাৎ গাছটিকে হত্যা করতে পারবে না)।
রক্তাক্ত গাছের ছালটি সেরে উঠবে
এবং মাটির খুব কাছাকাছি জায়গা থেকে
গজিয়ে উঠবে কোঁকড়ানো সবুজ পল্লব,
ছোট ছোট ডালপালা গুলি
যেগুলি, যদি অনিয়ন্ত্রিত হয়ে থাকে (অর্থাৎ কাটছাঁট যদি না করা হয়) আবার বিস্তৃত হবে
পূর্বেকার আকারে।
না,
শিকড়টিকে টেনে বের করে আনতে হবে
নোঙর করা মাটির ভেতর থেকে;
এটাতে দড়ি দিয়ে বাঁধতে হবে, শক্ত করে বাধতে হবে
এবং টেনে উপড়ে ফেলতে হবে -ছিড়ে বের করে আনতে হবে
অথবা পুরোপুরি উৎপাটিত করতে হবে
মাটির গহ্বর থেকে,
এবং গাছের শক্তিটি (অর্থাৎ শিকড়টি) উন্মোচিত হবে,
উৎসটি (শিকড়টি) – সাদা এবং ভেজা ভেজা,
সবচেয়ে বেশি সংবেদনশীল লুকায়িত থাকে
বছরের-পর-বছর মাটির ভিতরে।
তারপর হলো ব্যাপার
ঝলসানোর এবং শ্বাসরুদ্ধ করার
রোদে এবং বাতাসে,
বাদামি করে, শক্ত করে,
দুমড়েমুচড়ে দিয়ে, শুকিয়ে নিয়ে
এবং তারপরেই এই কাজ (অর্থাৎ গাছ হত্যা) শেষ হবে।
Regularly visit our website onlineexamgroup.com and get regular updates about your examination. Get quality materials for your preparation for HS and Madhyamik final examinations. Get exam suggestions, scholarship updates, and all other competitive exam updates.