Bengali Meaning of All Summer in a Day.
সাত বছর ধরে বৃষ্টি হচ্ছিল। হাজার হাজার দিন শুরু থেকে শেষ বৃষ্টিতে পরিপূর্ণ ছিল। দিনগুলি পরিপূর্ণ ছিল জলের ঝাপটা এবং সীমাহীন বারিধারায়। প্রচন্ড ঝড় বড় বড় ঢেউ গুলিকে দ্বীপে নিয়ে আসতো। বৃষ্টিতে নষ্ট হওয়া হাজার হাজার বন জঙ্গল, হাজার বার বড় হতো আবার নষ্ট হওয়ার জন্য। শুক্র গ্রহে চিরকালের জন্য এটাই ছিল জীবনধারা। যেসব নরনারী পৃথিবী থেকে রকেটে করে আসতেন তাদের ছেলেমেয়েদের জন্য এখানে অবস্থিত ছিল স্কুল রুম। তারা একটি সভ্যতা গড়ে তুলেছিল এই বৃষ্টি ভেজা পৃথিবীতে।
“তৈরি?”
“তৈরি।”
“এখন?”
“শীঘ্রই।”
“এটা কি আজই ঘটবে, ঘটবে?”
“দেখো, দেখো নিজেই দেখো।”
শিশুরা স্কুল রুমের মধ্যে বকবক করছিল এবং একে অপরকে ঠেলাঠেলি করছিল অনেকগুলি গোলাপের মতো। তারা জানালা দিকে উঁকি মারছিল লুকানো সূর্যকে দেখতে। বৃষ্টি পড়ছিল।
“থামছে, থামছে।”
শিশুগুলি সবাই ছিল ৯ বছরের। যখন সূর্য উঠেছিল শেষবার সাত বছর আগে তারা ছিল খুব ছোট্ট। তারা সূর্যকে মনে করতে পারছে না কখন এটা উঠেছিল শুধুমাত্র এক ঘন্টার জন্য এবং তার মুখ দেখিয়েছিল স্তম্ভিত জগতকে।
গতকাল সারাদিন তারা ক্লাসে সূর্য সম্পর্কে পড়েছিল। তারা জানতে পেরেছিল এটা কেমন একটা পাতিলেবুর মত এবং কত উত্তপ্ত। তারা লিখেছিল ছোট ছোট গল্প, প্রবন্ধ অথবা কবিতা এটার সম্পর্কে।
“আমি মনে করি সূর্য একটা ফুল
যেটা প্রস্ফুটিত হয় মাত্র এক ঘন্টার জন্য।”
সেটা ছিল গতকাল। আজ, এই মুহূর্তে, বৃষ্টি থেমে আসছিল। শিশুরা জড়ো হয়েছিল বিশাল মোটা জানালায়।
“আমাদের শিক্ষিকা কোথায়?”
“তিনি ফিরে আসবেন।”
“ওনাকে নিশ্চয়ই তাড়াতাড়ি করতে হবে নইলে উনি এটা মিস করবেন।”
এখন বৃষ্টি থেমে গেল আরো অনেক।
শিশুরা উদগ্রীব ছিল সূর্যকে দেখার জন্য। তারা শুক্র গ্রহে ছিল সারাটা জীবন। তারা ছিল মাত্র দু বছরের যখন সূর্য শেষ বার উঠেছিল। দীর্ঘদিন ধরে তারা ভুলে গেছে সূর্যের রং এবং তাপ প্রকৃতপক্ষে কেমন ছিল। তারা খেলা করত মাটির তলার শহরে প্রতিধ্বনিময় সুড়ঙ্গে এবং গান গাই তো গ্রীষ্মের এবং সূর্যের।
বৃষ্টি থেমে গেল।
এটা মনে হল যে একটা ঘূর্ণিঝড় যেন তার শব্দ হারিয়েছে। সেখানে ছিল না কোন গতি অথবা কম্পন শান্তি ছাড়া। পৃথিবী যেন স্থির হয়ে গিয়েছিল। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল (যে) কেউ অনুভব করবে যেন কান বদ্ধ হয়ে গেছে। শিশুরা তাদের হাতগুলি তুললো তাদের কানে। তারা আলাদা আলাদা হয়ে দাঁড়ালো। দরজা সরে গেল। নিস্তব্ধ, অপেক্ষমাণ পৃথিবীর গন্ধ তাদের কাছে এলো।
সূর্য উঠলো।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com। এটি একটি Educational ওয়েবসাইট। পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ভিত্তিক সাজেশন, স্কলার্শিপ সংক্রান্ত নানান আপডেট পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট।