ভারতের মন্ত্রীসভা – ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান, Central Cabinet of India – 2019, Current Affairs, General Knowledge.

ভারতের মন্ত্রীসভা

ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় বার দায়িত্বভার গ্রহণ করেন নরেন্দ্র দামোদর দাস মোদী (নরেন্দ্র মোদী)। ৩০শে মে ২০১৯ সালের সন্ধ্যায়  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশ বিদেশের প্রায় আট হাজার জন অতিথির উপস্থিতিতে নরেন্দ্র দামোদর দাস মোদি কে শপথ বাক্য পাঠ করান। ‘মোদি’ ‘মোদি’ হর্ষধ্বনিতে সভা মঞ্চ যেন কম্পিত। এদিন আরও ৫৭ জনকে শপথ বাক্য পাঠ করান। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ। এবং অর্থ মন্ত্রী হয়েছেন নির্মলা সিতারমন।

ভারতের মন্ত্রীসভা

প্রধানমন্ত্রী – নরেন্দ্র দামোদর দাস মোদি। (জন অভিযোগ, পেনশন, কর্মী, মহাকাশ,  আনবিক শক্তি  – এই সব মন্ত্রকগুলি প্রধানমন্ত্রীর অধীনে আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী  – অমিত শাহ

প্রতিরক্ষামন্ত্রী – রাজনাথ সিং

অর্থমন্ত্রী- নির্মলা সীতারমন

নারী ও শিশু কল্যাণ মন্ত্রী  – স্মৃতি ইরানি

পররাষ্ট্র মন্ত্রী  – এস জয়শঙ্কর

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী  – রমেশ পোখরিওয়াল

সড়ক পরিবহন, ছোট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে (এম এস এম ই) – নিতিন গড়করি

উপভোক্তা ও খাদ্য দপ্তর – রামবিলাস পাসোয়ান

রসায়ন ও সার মন্ত্রী  – সদানন্দ গৌড়া

উপজাতি বিষয়ক মন্ত্রী  – অর্জুন মুন্ডা

কৃষি ও কৃষক উন্নয়ন, পঞ্চায়েতী রাজ ও গ্রামীন বিকাশ বিষয়ক – নরেন্দ্র সিং তোমার

আইন,  তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স  – রবিশঙ্কর প্রসাদ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি,  আর্থ সায়েন্স মন্ত্রনালয় – হর্ষ বর্ধন

পররাষ্ট্র মন্ত্রণালয় – সুব্রহ্মণ্যম জায়শংকর
খাদ্য প্রক্রিয়াকরণ – হরসিমারত কৌর বাদল
রেল শিল্প ও বানিজ্য মন্ত্রী – পীযূষ গোয়েল

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন – থর চাঁদ গেহলট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী  – প্রকাশ জাভড়েকর

সংখ্যালঘু বিষয়ক দপ্তর  – মুখতার আব্বাস নকভি

ভারি শিল্প  – অরবিন্দ জ্ঞানপথ সাওয়ান্ত

পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও স্টিল – ধর্মেন্দ্র প্রধান

সংসদ বিষয়ক,  কয়লা ও খনি – প্রহ্লাদ যোশী

পানি সম্পদ  – গজেন্দ্র সিং শেখাওয়াত

স্কিল ডেভেলপমেন্ট ও এন্টরপ্রনারশিপ – মহেন্দ্রনাথ পান্ডে

প্রাণী সম্পদ বিকাশ ও ডেয়ারি এবং মৎস দপ্তর  – গিরিরাজ সিং

আমাদের এই পেজে ভারতের মন্ত্রীসভা কীরকম বন্টন হয়েছে তার আপডেট দিলাম।

শিক্ষা সংক্রান্ত আরও খবর ও তথ্য জানতে ভিজিট করতে থাকুন http://onlineexamgroup.com মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্টাডি ম্যাটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইট টি নিয়মিত ভিজিট করুন।

Click here for West Bengal GNM NURSING TRAINING 2019

Share with your friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *