অলৌকিক গল্প থেকে MCQ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভীষণ গুরুত্বপূর্ণ গল্প হল “অলৌকিক “। গল্পটি অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। এই গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশকিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা Multiple Choice type Questions এই পেজে আপলোড করা হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে আশানুরূপ ফলাফল করতে চাইলে অতি অবশ্যই এই প্রশ্নগুলি উত্তর সহ তৈরি করে নাও। WBCHSE, Class – XII, West Bengal.
গুরু নানক ঈশ্বরকে সম্বোধন করেছিলেন –
a) ‘জয় নিরঙ্কার’ বলে
b) ‘জয় সত্যসাঁই’ বলে
c) ‘জয় ভবানীশংকর’ বলে
d) ‘জয় শ্রীভগবান’ বলে
উত্তর: a) ‘জয় নিরঙ্কার’ বলে।
“অলৌকিক” গল্পের অনুবাদক হলেন –
a) নবারুণ ভট্টাচার্য
b) অনিন্দ্য সৌরভ
c) শঙ্খ ঘোষ
d) কর্তার সিং দুগগাল
উত্তর: b) অনিন্দ্য সৌরভ।
নানকের গল্প নিয়ে গল্পের কথক কার সঙ্গে তর্ক করেছিলেন? –
a) ছোট বোনের সঙ্গে
b) মায়ের সঙ্গে
c) বন্ধুর সঙ্গে
d) গুরু নানকের সঙ্গে
উত্তর: b) মায়ের সঙ্গে।
গুরু নানকের শিষ্যের নাম ছিল –
a) গোবিন্দ সিংহ
b) তেগবাহাদুর
c) মর্দানা
d) রামদাস
উত্তর: c) মর্দানা।
বলী কান্ধারী নানককে কি বলেছিলেন? –
a) কাফের
b) শয়তান
c) ভন্ড সাধু
d) চোর
উত্তর: a) কাফের।
গুরু নানক দ্বিতীয়বার বলী কান্ধারীর কাছে গিয়ে মর্দানা কে কি বলতে বললেন? –
a) সে নানক পীরের অনুচর
b) সে নানক দরবেশের অনুচর
c) সে কাফের অনুচর
d) জয় নিরঙ্কার
উত্তর: b) সে নানাক দরবেশের অনুচর।
“আমি নানক দরবেশের অনুচর।” – ‘আমি’ হলেন –
a) গুরু গোবিন্দ
b) গুরু তেগবাহাদুর
c) ভাই মর্দানা
d) বলী কান্ধারী
উত্তর: c) ভাই মর্দানা।
“মনে হয় পরে কেউ খোদায় করেছে,” – কিসের কথা বলা হয়েছে? –
a) স্তম্ভের উপর পায়ের ছাপ
b) পাথরের উপর আঙ্গুলের ছাপ
c) পাথরের চাঙড়ের উপর হাতের ছাপ
d) স্তুপের উপর আঙ্গুলের ছাপ
উত্তর: c) পাথরের চাঙড়ের উপর হাতের ছাপ।
হাসান আব্দালের বর্তমান নাম হল –
a) অমৃতসর
b) চন্ডিগড়
c) গ্রন্থসাহেব
d) পাঞ্জাসাহেব
উত্তর: d) পাঞ্জাসাহেব।
নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল কারা? –
a) পুলিশরা
b) ডাকাতরা
c) ফিরিঙ্গিরা
d) স্বদেশীরা
উত্তর: c) ফিরিঙ্গিরা।
“চোখের জলটা তাদের জন্য।” – কাদের কথা বলা হয়েছে? –
a) নানক ও মর্দানার কথা
b) পাঞ্জাসাহেবের সর্বত্যাগী মানুষদের কথা
c) বলী কান্ধারীর কথা
d) ইংরেজ শাসকদের কথা
উত্তর: b) পাঞ্জাসাহেবের সর্বত্যাগী মানুষদের কথা।
“অলৌকিক” গল্পের লেখকের বাড়ি থেকে পাঞ্জাসাহেব কতটা দূরে ছিল? –
a) খুব কাছে
b) তেমন দূরে নয়
c) অনেক দূরে
d) বহুদূরে
উত্তর: b) তেমন দূরে নয়।
পাঞ্জাসাহেবে ট্রেন থামানোর জন্য কার কাছে আবেদন জানানো হয়? –
a) স্টেশন মাস্টারের কাছে
b) ট্রেনের চালকের কাছে
c) সরকারের কাছে
d) স্থানীয় প্রশাসনের কাছে
উত্তর: a) স্টেশন মাস্টারের কাছে।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ভিত্তিক সাজেশন সহ সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস পেতে নিয়মিত ভিজিট করো আমাদের ওয়েবসাইট onlineexamgroup.com